দেশ

জম্মু ও কাশ্মীরে ভোটের প্রচারে আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি মোদির

জম্মু: ভোটপর্বে জম্মু ও কাশ্মীরে আবার পূর্ণরাজ্যের তকমা ফেরানোর প্রতিশ্রুতি ভাসিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১ অক্টোবর বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ দফার ভোট। তার আগে শনিবার জম্মুর প্রাণকেন্দ্র এম এ এম স্টেডিয়ামে জনসভা করেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী জানান, জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্ত সাময়িক। বিজেপি নেতৃত্বাধীন সরকার উপত্যকায় পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনবে। ২০১৯ সালে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়।  সেইসঙ্গে রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। তারপর স্বয়ং মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জম্মু ও কাশ্মীরকে পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু, কোনও সময়সীমা উল্লেখ করেননি তাঁরা। উপত্যকার মানুষও অনিশ্চয়তাকে বিদায় জানিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন। এই পরিস্থিতিতে ভোটারদের মন জয়ে পূর্ণরাজ্যের মর্যাদাকেই হাতিয়ার করেছেন মোদি। তাই প্রচারে এসে বারবার সেই প্রতিশ্রুতিই দিচ্ছেন। 
এদিন একযোগে বিরোধী কংগ্রেস , ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-কে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, উপত্যকার মানুষকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চনা করা হয়েছে। কিন্তু, বিজেপি সেই ক্ষতে প্রলেপ দিয়েছে। মোদির দাবি, তাঁর আমলে জম্মু-কাশ্মীরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তা দেখে কংগ্রেস, এনসি, পিডিপির অস্বস্তিতে পড়ে গিয়েছে। এই তিন দল ডোগরা ঐতিহ্যের অবমাননা করেছেন বলেও সরব হয়েছেন প্রধানমন্ত্রী।  শনিবার ভোটমুখী হরিয়ানাতেও জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখানে কংগ্রেসকে ‘অসৎদের দল’ বলে কটাক্ষ করেন তিনি। এব্যাপারে পড়শি রাজ্য হিমাচল প্রদেশে কংগ্রেস সরকারের প্রসঙ্গ টেনে আনেন মোদি। তিনি বলেন, ওই রাজ্যে ভোটের আগে প্রতিশ্রুতির ঝুলি নিয়ে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতারা। কিন্তু, ক্ষমতায় আসার পর কোনও প্রতিশ্রুতিই তাঁরা রক্ষা করেননি। তাই সেখানকার মানুষরা কংগ্রেসকে দেখে বলছে, ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’ (তোমার প্রতিশ্রুতির কী হল)। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে হরিয়ানায় আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসকে প্রত্যাখ্যানের আর্জি জানিয়েছেন মোদি।  
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা