দেশ

কর্মসংস্থানের তথ্য প্রতি মাসেই জানাতে হবে বিভিন্ন মন্ত্রককে, নজরদারি মোদির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন সময় একাধিক কেন্দ্রীয় কর্মসূচি এবং প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ওইসব প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান কত হচ্ছে অথবা আদৌ হয়েছে কি না, তা নিয়ে কোনও সুনিশ্চিত তথ্য নেই সরকারের হাতেই। কারণ এক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা এবং চ্যালেঞ্জ হল, মন্ত্রকগুলির মধ্যে সমন্বয় না থাকা। প্রধানত সেই কারণেই একটি সার্বিক পরিসংখ্যান পেতে ব্যর্থ হচ্ছে কেন্দ্র। সরকারি সূত্রের খবর, এবার সব মন্ত্রকের কর্মসংস্থানের অগ্রগতি কত, তা জানতে চাইছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এই লক্ষ্যেই এবার ‘ইন্টিগ্রেটেড ড্যাশবোর্ড’ তৈরি করতে উদ্যোগী শ্রমমন্ত্রক। 
সেখানেই নিয়মিতভাবে তুলে ধরা হবে কোন মন্ত্রকে কত কর্মসংস্থান হচ্ছে, তার খতিয়ান। নিয়ম করে প্রতি মাসে সবক’টি মন্ত্রককে একসঙ্গে বৈঠক করার নির্দেশও দেওয়া হচ্ছে। এমনই জানানো হয়েছে শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে। এ প্রেক্ষিতেই ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (এনসিএস) পোর্টাল নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনাও করা হচ্ছে। যদিও ওই এনসিএস পোর্টালের সঙ্গে উল্লিখিত ‘এমপ্লয়মেন্ট ডেটা’ জুড়ে দেওয়া হবে কি না, তা নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে। শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, ২০টিরও বেশি মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারি দপ্তর মিলিয়ে একটি আন্তঃমন্ত্রক বৈঠক ইতিমধ্যেই করা হয়েছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য নিজে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি নির্দেশ দিয়েছেন, সবক’টি মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারি দপ্তরকে কর্মসংস্থান সংক্রান্ত খতিয়ান একত্রিত করতে হবে। এ ইস্যুতে একটি কোর কমিটিও তৈরি করেছে শ্রমমন্ত্রক। তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় শ্রমসচিব। গত ১০ সেপ্টেম্বর এ মর্মে ওই কোর কমিটির একটি প্রাথমিক বৈঠকও হয়েছে। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা