দেশ

ভোট প্রচারে প্রথমবার জম্মুতে প্রিয়াঙ্কা, স্মরণ ঠাকুমা ইন্দিরাকে

জম্মু: দু’দিন বাদেই কাশ্মীরের শেষ দফা বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ চরমে। এই আবহে কেন্দ্রশাসিত এই অঞ্চলে প্রথমবার ভোট প্রচারে এসে অন্য মেজাজে ধরা দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। রাজনীতির কচকচানি এড়িয়ে কিছুক্ষণ ডুব দিলেন স্মৃতিতে। সেখান থেকে তুলে আনলেন ঠাকুমা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি-চিত্র। জম্মুর বিষ্ণোতে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি। সেখানে প্রিয়াঙ্কা জানান, ঠাকুমাকে হত্যার ৪-৫দিন আগে তাঁর সঙ্গে কাশ্মীরে বেড়াতে এসেছিলেন। সঙ্গে ছিলেন দাদা রাহুলও। তাঁদের দু’জনকে সঙ্গে নিয়ে খির ভবানী মাতার দর্শনে গিয়েছিলেন ইন্দিরা। তাই তারপর থেকে কাশ্মীরে এলেই মন্দির দর্শন করার কথা জানান প্রিয়াঙ্কা। বলেন, ঠাকুমাই আমাদের এখানে নিয়ে এসেছিলেন। তখন আমার বয়স ১২ বছর। দাদা ১৪। হঠাৎই একদিন ঠাকুমা বললেন, কাশ্মীর যেতে ইচ্ছে করছে। আমরা দুই ভাইবোন খুব খুশি হয়েছিলাম। সেখানে থেকে ফেরার তিন-চারদিনের মধ্যেই দিল্লিতে ইন্দিরাকে হত্যা করা হয়। তবে শুধুই স্মৃতিমেদুরতায় আটকে থাকেননি প্রিয়াঙ্কা। সেখান থেকে বেরিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপিকে। ছেড়ে কথা বলেননি জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকেও। কংগ্রেস নেত্রী বলেন, রাজনীতির দাবায় জম্মু ও কাশ্মীরকে ঘুঁটির মতো ব্যবহার করছেন বিজেপি নেতারা। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার উন্নয়নের জন্য নয়, রাজনীতি করতেই বিভিন্ন নীতি প্রণয়ন করছে। একইসঙ্গে, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (এলজি)-কে বহিরাগত বলে কটাক্ষ করেছেন তিনি। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা