দেশ

মুম্বইয়ে ফের জঙ্গি হামলার আশঙ্কা, বাড়ানো হচ্ছে নিরাপত্তা

মুম্বই: ফের সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা মুম্বইয়ে। তাই আসন্ন বিধানসভা নির্বাচন ও উৎসবের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে বাণিজ্যনগরীকে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আগাম সতর্কতা নেওয়া হচ্ছে মুম্বইয়ে। জনবহুল এলাকা, ধর্মীয় স্থানগুলিতে বাড়তি পুলিস মোতায়েন করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে ‘মকড্রিল’ করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিসকে। তল্লাশির কাজে নামানো হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদেরও। শুক্রবার একাধিক এলাকায় মকড্রিল করা হয়েছে। তার মধ্যে ক্রফোর্ড মার্কেট, দু’টি ধর্মীয় স্থানও ছিল। যদিও পুলিস আধিকারিকরা বলেছেন, উৎসব মরশুমের আগে নিরাপত্তার জন্য এটি একটি নিয়মমাফিক মহড়া। উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি। এ মাসেই ১০দিন ব্যাপী গণেশ চতুর্থী উৎসব উদযাপন করা হয়েছে মুম্বইয়ে। এরপর দুর্গাপুজো, দশেরা, দীপাবলির মতো ধর্মীয় উৎসবের পাশাপাশি নভেম্বর মাসে বিধানসভা নির্বাচন রয়েছে মহারাষ্ট্রে। এই আবহে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বই শহরে। তবে যে কোনও ধরনের নাশকতা রুখতে তৎপর পুলিস। মুম্বইয়ের ডেপুটি কমিশনার অব পুলিস জানিয়েছেন, বিশেষ বিশেষ এলাকা চিহ্নিত করা হয়েছে। সেখানে বাড়তি নজর রাখা হচ্ছে। কোনও সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে পুলিসকে জানাতে বলা হয়েছে। শনিবার চেম্বুরের একটি মন্দিরে নিরাপত্তা খতিয়ে দেখেন পুলিস আধিকারিকরা। পাশাপাশি অন্য একটি মন্দিরে ভক্ত সমাগম দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়েছিল। সিদ্ধিবিনায়ক মন্দির ট্রাস্টের চেয়ারম্যান সদাসর্বঙ্কর বলেন, ‘মুম্বই পুলিস মন্দিরে নিরাপত্তা বাড়ানোর কথা বলেছে। সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।’ 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা