রাজ্য

মহালয়ায় প্রায় হাজার দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন রাজ্যজুড়ে ভার্চুয়াল মাধ্যমে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করবেন তিনি। ১ অক্টোবর, মঙ্গলবার শ্রীভূমির পুজো উদ্বোধন করবেন মমতা। সেখান থেকেই অগ্নিনির্বাপণ দপ্তরের ৫০টি বাইক, দমকল সহ একাধিক নয়া পরিকাঠামোর উদ্বোধনও করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। 
সূত্রের খবর, ২ অক্টোবর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর পুজো উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রতিবছর চেতলা অগ্রণীর প্রতিমার চক্ষুদান করেন তিনি। ওইদিনই ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজোরও উদ্বোধন করবেন তিনি। প্রসঙ্গত, ২০২৩ সালে ভার্চুয়াল মাধ্যমে এক হাজারের বেশি পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারও এই সংখ্যা এক হাজারের কাছাকাছি যেতে পারে বলেই প্রশাসনিক সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে বার্তা পাঠানো হয়েছে নবান্নের তরফে। তাতে বলা হয়েছে, ২ অক্টোবর বিকেল পাঁচটায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ফলে কোন কোন পুজো মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন, তার একটি তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। জেলার পুলিস সুপার, পুলিস কমিশনার সহ পদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেই তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। পুজোর উদ্বোধনের দিন ঘোষণা হতেই উন্মাদনা তৈরি হয়েছে জেলার পুজো কমিটিগুলির মধ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে মণ্ডপের কাজ শেষ করতে জোর তৎপরতা শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। 
মাস খানেক আগে থেকেই উদ্বোধনের অনুরোধ জানিয়ে চিঠি আসতে শুরু করেছিল মুখ্যমন্ত্রীর দপ্তরে। ফলে প্রত্যেক বছরের মতো এবছরও একইভাবে কলকাতা সহ জেলার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কলকাতার একের পর এক দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি। জানা গিয়েছে, আগামী ৪ অক্টোবর একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধনও করবেন তিনি।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা