দেশ

পেট্রল-ডিজেলে জিএসটি: রাজ্যগুলির কোর্টে ফের বল ঠেললেন কেন্দ্রীয় মন্ত্রী

পুনে: পেট্রল ও ডিজেল পণ্য ও পরিষেবা কর (জিএসটি)-এর আওতায় আসবে কি না, তা নিয়ে আলোচনা চলছে বহুদিন থেকেই। কিন্তু এই লক্ষ্যে নির্দিষ্ট কোনও সিদ্ধান্তে আসা যায়নি। এরইমধ্যে কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী ফের সহমত গড়ে তোলার কথা বললেন। পুনে ইন্টারন্যাশনাল সেন্টারের ১৪তম প্রতিষ্ঠা দিবসে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুরী বলেছেন, ‘আমিও দীর্ঘদিন ধরেই এব্যাপারে সওয়াল করছি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীও বহুবারই জ্বালানিকে জিএসটির আওতায় আনার কথা বলেছেন। এখন এব্যাপারে সহমত গড়ে তোলা প্রয়োজন।’ যদিও এব্যাপারে তিনি রাজ্যগুলির কোর্টেই বল ঠেলেছেন। তাঁর বক্তব্য, এক্ষেত্রে সর্বসম্মতিক্রমে রাজ্যগুলির অনুমোদন প্রয়োজন। রাজ্যগুলির আয়ের একটা অন্যতম উৎস পেট্রল ও ডিজেল। তাই এব্যাপারে রাজ্যগুলির সম্মতি আদায় একটা বড়সড় চ্যালেঞ্জ বলেও স্বীকার করে নিয়েছেন মন্ত্রী। 
পুরী বলেছেন, জ্বালানিকে জিএসটির আওতায় নিয়ে আসতে রাজ্যগুলিকে উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে কেন্দ্র সব ধরনের সহযোগিতায় প্রস্তুত। মন্ত্রী এই প্রসঙ্গে কেরলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, কেরল হাইকোর্ট বিষয়টি নিয়ে জিএসটি কাউন্সিলে আলোচনার কথা বলেছিল। কিন্তু কেরলের অর্থমন্ত্রী তাতে রাজি হননি। এলাহাবাদে জিএসটি কাউন্সিলের বৈঠকে বিষয়টি উঠেছিল। কিন্তু কাউন্সিল সহমত ও সর্বসম্মতির ভিত্তিতে কাজ করে। রাজ্যের মুখ্যমন্ত্রীদের এব্যাপারে রাজি হতে হবে।  পুরীর দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলি জ্বালানির উপর ভ্যাট কমিয়েছে। কিন্তু অ-বিজেপি শাসিত রাজ্যগুলি অতিরিক্ত ভ্যাট ছাড়তেও আগ্রহী নয়। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা