রাজ্য

সব্জির চড়া দরে ঊর্ধ্বমুখী আলুর চাহিদা, সুযোগ বুঝে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হিমঘর থেকে বের করার পর স্থানীয় পাইকারি বাজারে এখন জ্যোতি আলু বিক্রি হচ্ছে ২৬ টাকা কেজি দরে। কলকাতার খুচরো বাজারে ওই আলু সাধারণ ক্রেতারা কিনছেন ৩৪ টাকা করে। আলু ব্যবসায়ীদের বক্তব্য, খুচরো বাজারে দাম এখন এতটা বেশি হওয়া উচিত নয়। ৩২ টাকার মধ্যেই দাম থাকা উচিত। এক শ্রেণির খুচরো বিক্রেতা পরিস্থিতির সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠছে। আলুর দাম আগামী দিনে আরও বাড়বে কি না, তা নিয়ে সরকারি মহলে উদ্বেগ আছে। কৃষি বিপণন দপ্তরের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা মনে করছেন, আলু নিয়ে সরকারিভাবে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তা না হলে দাম আরও বাড়তে পারে। 
ফলন কম হওয়ার জন্য এবার চাষিরা আলুর দাম তুলনামূলক বেশি পেয়েছিলেন। চাষির কাছ থেকে কেনা আলু ১৬-১৭ টাকা কেজি দরে হিমঘরে মজুত হয়েছিল। হিমঘরের ভাড়া ও অন্যান্য খরচ মিটিয়ে এখন আলু বের করতে হচ্ছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্তা লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, যাঁরা হিমঘরে আলু রেখেছেন, তাঁদের এখন কেজিতে ২ টাকা মতো লাভ থাকছে। আগামী দিনে দাম আরও বাড়বে কি না, তা নির্ভর করছে চাহিদার উপর। বৃষ্টি কম হওয়ার জন্য সব্জির দাম বেড়েছে। এর জন্য সব্জির চাহিদা কমে গিয়েছে। কিন্তু উল্টোদিকে বাজারে আলুর চাহিদা বেড়ে গিয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়েই দাম বাড়িয়ে দিচ্ছে কেউ কেউ। ভিন রাজ্যেও এখানকার হিমঘর থেকে আলু সরবরাহ হচ্ছে। গত বছরের তুলনায় এবার হিমঘরে বেশ কিছুটা কম আলু মজুত হয়েছে। তবে প্রায় ৬৩ লক্ষ টন মজুত আলু রাজ্যের চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট বলেই মনে করা হচ্ছে। ব্যবসায়ী মহল বলছে, এবার মজুত আলুর গুণগত মান খারাপ হওয়ার জন্য বাছাইয়ের সময় বেশি যাচ্ছে। দাম বৃদ্ধির এটাও একটা কারণ। 
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা