কলকাতা

বারাকপুরে স্কুলে ডিসিআরসি ও গণনাকেন্দ্র তৈরি ঘিরে জটিলতা

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আপত্তি ওঠায় পানপুরের মাখনলাল স্কুলে গণনাকেন্দ্র এবং ডিসিআরসি করা হবে কি না তা নিয়ে নতুন করে ভাবছে জেলা প্রশাসন। শুক্রবার জেলাশাসক শরৎ দ্বিবেদির সঙ্গে বৈঠকে বিরোধী দলের পক্ষ থেকে ওই জায়গায় কেন্দ্র না তৈরির প্রস্তাব দেওয়া হয়। সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে পানপুরের মাখনলাল হাইস্কুলে গণনাকেন্দ্র না করতে আমরা বলেছি। আমরা চাই বারাকপুরের এসডিও অফিসে তা হোক। একইরকম প্রস্তাব বিজেপির পক্ষ থেকেও দেওয়া হয়। এ বিষয়ে এসডিও সৌরভ বারিক বলেন, বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। খুব শীঘ্র সিদ্ধান্ত হবে। তবে শুক্রবার থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হলেও এদিন কোনও মনোনয়নপত্র জমা পড়েনি। তা জমার শেষদিন ২৫ অক্টোবর। কোনও রাজনৈতিক দল এখনও প্রার্থী ঘোষণা করেনি। ছ’টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দু’টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত না হওয়ায় তৃণমূল এ দিন তালিকা প্রকাশ করেনি বলে দলীয় সূত্রে খবর। অন্যদিকে বাম এবং বিজেপির নেতাদের নিজেদের মধ্যে বৈঠক শুরু হয়েছে। দু-একদিনের মধ্যে তাদের প্রার্থীও চূড়ান্ত হয়ে যাবে। এদিকে ছ’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। ২৪ অক্টোবর বাহিনী প্রতিটি বিধানসভা কেন্দ্রে মোতায়েন হবে, প্রতি বুথে থাকবে বলে কমিশন সূত্রে খবর।
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা