কলকাতা

বার বার ভাঙছে রাস্তা, সমাধানে বাইপাসের মুখে বসল পেভার ব্লক

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বারবার রাস্তা ভাঙছে। মেরামত করেও মিলছে না ফল। ছ’মাসের মধ্যেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ফের সেই বেহাল অবস্থা। তাই পিচ নয়। এবার অরণ্য ভবনের সামনে ইএম বাইপাস সংযোগকারী সল্টলেক ব্রডওয়ের মুখে বসানো হল পেভার ব্লক। সল্টলেকে ঢোকা এবং বের হওয়ার দু’দিকের লেনেই ওই ব্লক বসানো হয়েছে। অন্যদিকে সল্টলেক সহ বিধাননগর পুরসভার বিভিন্ন রাস্তা ভরে উঠেছিল খানা-খন্দে। সেই রাস্তারও মেরামতের কাজ শুরু হয়েছে। সেখানে অবশ্য পিচ ব্যবহার করেই কাজ হচ্ছে। পুরসভার দাবি, দীপাবলি উৎসবের আগেই বেশিরভাগ রাস্তার কাজ শেষ হয়ে যাবে। বেশ কয়েকমাস ধরে সল্টলেক শহরের একাধিক রাস্তার বেহাল দশা। সল্টলেক ছাড়াও বিধাননগর পুরসভার অন্যান্য ওয়ার্ডের একাধিক রাস্তারও একই হাল। দুর্গাপুজোর আগে রাস্তা মেরামতের কাজ শুরু হয়। পুরসভার বক্তব্য, পুজো পর্যন্ত টানা বৃষ্টি চলেছে। ফলে বেশি আগে কাজ শুরু করা যায়নি। তাই পুজোর সময় বেশ কিছু রাস্তা মেরামত হলেও অনেক জায়গায় কাজ শুরু করা যায়নি। তবে দীপাবলিকে সামনে রেখে এখন জোরকদমে কাজ চলছে। সমস্ত জায়গাতে পিচ, স্টোন চিপ দিয়ে মেরামত হচ্ছে। যেহেতু অরণ্য ভবনের সামনে বাইপাসের মুখে বারবার রাস্তা ভাঙছে তাই কেবলমাত্র সেখানে পেভার ব্লক বসানো হয়েছে। পুজোর সময় সেখানে ঝড়ের গতিতে কাজ করে ওই ব্লক বসানোর কাজ হয়েছে। বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র অনিতা মণ্ডল বলেন, ‘সল্টলেক সহ গোটা বিধাননগরেই রাস্তা সংস্কারের কাজ চলছে। আশা করছি দীপাবলির মধ্যে অনেকটা এগিয়ে যাবে। বেশিদিন স্থায়ী হবে ভেবে অরণ্য ভবনের সামনে বাইপাসের মুখে আমরা পেভার ব্লক বসিয়েছি। আশা করি তা পোক্ত হবে। এখানকার ফিডব্যাক দেখার পর অন্যান্য জায়গায় যেখানে বারবার রাস্তা ভাঙার সমস্যা রয়েছে, ভবিষ্যতে সেখানেও আমরা ওই ধরনের পেভার ব্লক বসাব।’ 
-নিজস্ব চিত্র
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা