কলকাতা

হাড়োয়ায় এবার ভূমিপুত্রকে প্রার্থী করুক তৃণমূল, দাবি তুলে পোস্টার

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাড়োয়া বিধানসভা উপ নির্বাচনে ভূমিপুত্র কাউকে লড়াই করার সুযোগ দেওয়া হোক। সেক্ষেত্রে বিধায়ক স্থানীয় উন্নয়নে বাড়তি নজর দিতে পারবেন। উন্নয়নের গতি বাড়বে। এই দাবি জানিয়ে হাড়োয়া বিধানসভার বিভিন্ন এলাকায় পোস্টার পড়ল শুক্রবার। এই পোস্টার ও ব্যানার নজরে আসতেই সকাল থেকে শোরগোল পড়ে যায় বিধানসভা এলাকায়। এই বিধানসভার দেগঙ্গা ও বারাসত ২ নং ব্লক এলাকায় এমন পোস্টার বেশি দেখা গিয়েছে। পোস্টারের নীচে লেখা হয়েছে, হাড়োয়ার জনগণ ও নাগরিক সমাজ। অর্থাৎ, তাদের তরফে এই প্রচার চালানো হচ্ছে। 
রাজ্যের আরও পাঁচটি বিধানসভার সঙ্গে হাড়োয়াতেও উপ নির্বাচন হবে আগামী ১৩ নভেম্বর। তৃণমূলের প্রার্থী কে হবেন, তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল রয়েছে। কয়েকমাস আগে এই জেলারই বাগদা বিধানসভা উপ নির্বাচনে নতুন মুখ তথা মতুয়া ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল। হাড়োয়ার ক্ষেত্রেও সেই ধরনের চমক থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। তৃণমূলের অন্দরের খবর, হাড়োয়ায় প্রার্থীপেদের দাবিদার রয়েছেন অনেকে। প্রয়াত হাজি নুরুল ইসলামের পরিবারের সদস্যদের নামও রয়েছে তালিকায়। ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময় থেকে স্থানীয় কেউ হাড়োয়ার বিধায়ক ছিলেন না। ফলে এলাকার মানুষেরও দাবি রয়েছে ভূমিপুত্রকে বিধায়ক হিসাবে দেখার। উপ নির্বাচনে এই দাবি ফের জোরালো হতে শুরু করেছে। বিধানসভার অন্তর্গত বারাসত ২ ব্লকের কীর্তিপুর ১ পঞ্চায়েতের বাসিন্দা রাজা মণ্ডল বলেন, ‘আমরা ২০১১ সাল থেকে স্থানীয় কাউকে এমএলএ হিসেবে পাইনি। এবার চাই। এলাকার কেউ বিধায়ক হলে কাজের ক্ষেত্রে সুবিধা হয়। আমাদের কষ্টটা সামনে থেকে বুঝবে। কোনও কাজের জন্য দৌড়তেও হবে না বেশি।’ 
সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ ওএকই দাবি তুলছেন। তাঁদের কথায়, ‘নেত্রী সর্বদা কর্মী বা সাধারণ মানুষের স্বার্থকে বাড়তি গুরুত্ব দেন। তাই আমরা আশাবাদী, উপ নির্বাচনে মুখ্যমন্ত্রী স্থানীয় কাউকেই প্রার্থী করবেন এবার।’ এ বিষয়ে দেগঙ্গা ২ ব্লকের তৃণমূল সভাপতি অরূপ বিশ্বাস বলেন, ‘পোস্টারের বিষয় আমার জানা নেই। তবে কর্মীদের দাবি, ভূমিপুত্রকে প্রার্থী করা হোক। আমিও তাতে সহমত।’ 
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা