কলকাতা

বারাকপুর ও টিটাগড়ে তৃণমূল কাউন্সিলারদের ভূমিকা নিয়ে প্রশ্ন পার্থর

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দলের কাউন্সিলারদের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। শুধু তাই নয়, শুক্রবার কাউন্সিলারদের একাংশকে কাঠগড়ায় তুলে দলের নেতা-কর্মীদেরও কড়া বার্তা দিয়েছেন সাংসদ। সেই বার্তাকে ঘিরে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। বারাকপুরে দলের বিজয়া সম্মিলনির অনুষ্ঠানে যোগ দিতে এসে বারাকপুর এবং টিটাগড়ের তৃণমূল নেতা-কর্মী ও কাউন্সিলারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 
গত লোকসভা নির্বাচনে বারাকপুর এবং টিটাগড় পুরসভা এলাকায় একাধিক ওয়ার্ডে তৃণমূলের ভরাডুবি হয়েছে। শুধু তাই নয়, টিটাগড় পুর এলাকায় সিংহভাগ ওয়ার্ডেই হেরেছে শাসকদল। এই ঘটনায় ক্ষুব্ধ পার্থ। তিনি বলেন, বারাকপুর এবং টিটাগড় এলাকায় দল কাউন্সিলার নির্ভর হয়ে গিয়েছে। ফলে সংগঠন বলে কিছু নেই। তাই, কাউন্সিলার এলাকায় কাজ না করলে, তাঁর আচার-আচরণ ভালো না হলে বাসিন্দারা ক্ষোভ থেকে উল্টোদিকে ভোট দিচ্ছেন। আসলে সাধারণ মানুষের সঙ্গে দলের নেতা-কর্মীদের কোনও যোগাযোগ নেই। আমি নিশ্চিত, পুজোর পর দলের নেতা-কর্মীরা বিজয়া করতে মানুষের বাড়ি বাড়ি যাননি। এভাবে সংগঠন চলতে পারে না। মানুষের আস্থা ফিরে পেতে হবে। প্রতিটি ওয়ার্ডে বুথ ভিত্তিক সংগঠন তৈরি করতে হবে। কাউন্সিলারদের আচরণে যে দল ক্ষুব্ধ তা স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন পার্থবাবু। বারাকপুর ও টিটাগড়ে সংগঠনকে মজবুত করতে এখন দলীয় নেতৃত্ব কী পদক্ষেপ নেয়, তা নিয়ে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। শুধু বারাকপুর নয়, কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত এবং নৈহাটি পুরসভা এলাকার ঐক্যতান মঞ্চে বিজয়া সম্মিলনিতে যোগ দিয়ে দলকে আরও মজবুত করা, দলীয় নেতা-কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছেন পার্থ ভৌমিক। প্রবীণ কর্মীদেরও এদিন সংবর্ধনা দেওয়া হয়।
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা