কলকাতা

দফায় দফায় বৃষ্টি, কালীপুজোর আগেই বারাসত-মধ্যমগ্রামে চিন্তায় উদ্যোক্তারা, বাজ পড়ে মণ্ডপে আগুন

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দুর্গাপুজোয় বারাসতে তেমন বৃষ্টি হয়নি। চুটিয়ে আনন্দ করেছেন দর্শনার্থীরা। এবার কালীপুজো। বারাসতে কালীপুজোর সময় আনন্দ আরও বেশি। কিন্তু উৎসব শুরুর আগে নিম্নচাপের জেরে বৃষ্টি। আর মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। বৃষ্টি সঙ্গে বজ্রপাত। বিঘ্নিত হচ্ছে প্যান্ডেল তৈরির কাজ। বৃহস্পতিবার বজ্রাঘাতে আংশিক ক্ষতিগ্রস্ত নবপল্লি অ্যাসোসিয়েশনের প্যান্ডেল। এছাড়া বহু পুজো মণ্ডপের সামনে জমে রয়েছে জল। তাই সময়মতো কাজ শেষ করা নিয়ে উদ্বেগ বাড়ছে উদ্যোক্তাদের।
নবপল্লির পুজোর থিম ‘বৃন্দাবনের প্রেমমন্দির’। এখন চলছে শেষ পর্যায়ের কাজ। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ চলাকালীন মুষলধারে বৃষ্টি শুরু হয়। সঙ্গে বিদ্যুতের চমক। আচমকা প্যান্ডেলের উপরের অংশে বাজ পড়ে। কিছু জায়গা পুড়ে যায়। প্যান্ডেলের ভিতরে তখন শ্রমিকরা কাজ করছিলেন। উদ্যোক্তারাও ছিলেন। পুজো কমিটির সহ-সম্পাদক চয়ন দাস বলেন, ‘যেটুকু পুড়েছে তা বদলে দেওয়া হবে। তবে বৃষ্টি হওয়ায় বড় কোনও ক্ষতি হয়নি। কিন্তু পুজোর আগে দুর্যোগ হওয়ায় কাজ শেষ করা নিয়ে চিন্তা হচ্ছে। এখন মূলত রঙের কাজ হচ্ছে। বৃষ্টিতে সব ধুয়ে যাচ্ছে। ফলে খরচ বাড়ছে। ঝুঁকি থাকায় কর্মীদের দিয়েও কাজ করানো যাচ্ছে না।’ অন্যদিকে কেএনসি এবার গুজরাতের সাংস্কৃতিক পরিমণ্ডল ফুটিয়ে তুলছে। দু’দিন ধরে নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি হয়েছে বলে তাদের প্যান্ডেল তৈরির কাজেও বিঘ্ন ঘটছে। উদ্যোক্তা অশনি মুখোপাধ্যায় বলেন, ‘কাজ শুরু হয়েছে মাস তিনেক আগে। তবুও নিম্নচাপের জন্য শেষ করা নিয়ে আমরা চিন্তিত।’ এর পাশাপাশি বড় বাজেটের পুজো বলে পরিচিত আমরা সবাই ক্লাবের থিম, ‘তিব্বতের কৈলাস ও মানস সরোবর’। ১১ আগষ্ট থেকে কাজ শুরু হয়েছে তাদের প্যান্ডেলে। কিন্তু বৃষ্টি ও বজ্রপাতের ফলে দুশ্চিন্তার মুখে পড়েছেন উদ্যোক্তারা। সময়মতো কাজ শেষ হওয়া নিয়ে কপালে চিন্তার ভাঁজ। প্যান্ডেলের সামনে জমে আছে জল। উদ্যোক্তা অরুণ ভৌমিক বলেন, ‘দুর্গাপুজোর পর দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বজ্রপাতও হচ্ছে। তাই প্যান্ডেল তৈরির কর্মীরা বাঁশের কাঠামো বেয়ে উপরের দিকে উঠছেন আবার কিছুক্ষণ পরই নেমে আসতে হচ্ছে তাঁদের। কাজে বিঘ্ন ঘটছে।’
বারাসত ছাড়া মধ্যমগ্রামেও ভিড় হয় কালীপুজোয়। পশ্চিম চণ্ডীগড়ের বালক ও কিশোর সঙ্ঘের থিম, কেদারনাথ মন্দির। প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রতি মুহূর্তে বিঘ্নিত হচ্ছে তাদের প্যান্ডেল তৈরির কাজ। পুজো সম্পাদক দীপঙ্কর দত্ত বলেন, ‘আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে পুজোর। তার আগে টানা প্রাকৃতিক দুর্যোগে চিন্তায় পড়েছি। কর্মীরা বৃষ্টিতে কাজ করতে পারছেন না। সময়ের আগে শেষ হবে কি না বা কেদারনাথ পাহাড়ের রং হবে কি না জানি না।’ মধ্যমগ্রামের পূর্বাশা যুব পরিষদের থিম, ‘রাজস্থানী মহল্লা’। পুজো সম্পাদক রাজীব সরকার বলেন, ‘বৃষ্টি আমাদের পরিকল্পনা সব ভেস্তে দেবে মনে হচ্ছে। প্যান্ডেল শেষ করা নিয়ে আমরা ও শিল্পীরা উভয়েই চিন্তিত।’
বারাসত নবপল্লির মণ্ডপে জল। -নিজস্ব চিত্র
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা