কলকাতা

চন্দননগরে হকার বিক্ষোভের মুখে উচ্ছেদ অভিযান স্থগিত রেলের

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগর স্টেশনে হকার উচ্ছেদ করতে গিয়ে ফের প্রতিবাদের মুখে পিছু হটল রেল কর্তৃপক্ষ। অমৃত ভারত প্রকল্পের আওতায় চন্দননগর স্টেশনকে আধুনিক করে তোলার পরিকল্পনা নিয়েছে রেলমন্ত্রক। সেই উদ্দেশ্যে সম্প্রতি স্টেশন এলাকায় থাকা হকারদের উচ্ছেদের নোটিস ধরানো হয়। এদিন বুলডোজার ও রেলপুলিসকে সঙ্গে নিয়ে রেলকর্তারা স্টেশনে আসেন। তবে শুরুতেই তাঁদের তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয়। হকারদের সংগঠিত শক্তির সামনে কার্যত পিছু হটতে হয় রেলকর্তাদের। প্রসঙ্গত, এর আগে শেওড়াফুলি সহ একাধিক স্টেশনে হকারদের বিক্ষোভের মুখে পিছু হটতে হয়েছে রেলকর্তাদের। এদিন হকারদের পাশে এসে দাঁড়িয়েছিল সিপিএম এবং বিজেপি। দুই দলের হকার বান্ধব অবস্থান নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কারণ, সিপিএম রেল হকারদের নিয়ে আগে আন্দোলন করলেও বিজেপিকে কখনও উচ্ছেদ বিরোধী আন্দোলনে দেখা যায়নি। এদিন হকার নেতৃত্ব অবশ্য জানিয়েছে, আমরা উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছি। এদিন সুপ্রিম কোর্টও উচ্ছেদের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে। পুনর্বাসন না দিয়ে হকারদের উচ্ছেদের চেষ্টা হলে ফের প্রতিবাদ হবে। হকার নেতৃত্ব জানিয়েছে, চন্দননগর স্টেশনে ঢোকার মুখে প্রায় ৫০ জন হকার প্রায় তিন দশক ধরে ব্যবসা করছেন। তাঁদের এভাবে উচ্ছেদ করা যায় না। এ নিয়ে চন্দননগর স্টেশন কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি। 
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা