কলকাতা

সাঁকরাইলের নাবঘড়ায় মণ্ডপে ঢুকে গেল পণ্যবাহী ট্রেলার

সংবাদদাতা, উলুবেড়িয়া: চতুর্থীর দিন সাঁকরাইল থানার নাবঘড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পু্জোর উদ্বোধন হওয়ার কথা। তার আগেই মহালয়ার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রেলার ঢুকে পড়ল পুজো মণ্ডপে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মণ্ডপের একাংশ। মাথায় হাত পুজোর উদ্যোক্তাদের। ওই রাতেই খবর গেল ডেকরেটরের কাছে। তারপর বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে নতুন করে মণ্ডপ নির্মাণের কাজ। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশেই নাবঘড়া সর্বজনীনের পুজো মণ্ডপ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ স্টোনচিপ বোঝাই একটি ট্রেলার রানিহাটি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ঢুকে পড়ে নির্মীয়মাণ পুজো মণ্ডপে। হুড়মুড় করে ভেঙে পড়ে মণ্ডপের একাংশ। রাতের অন্ধকারে বিকট আওয়াজ হওয়ায় ছুটে আসেন আশপাশের লোকজন। চলে আসেন পুজোর উদ্যোক্তারাও। এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। পরে সাঁকরাইল থানার পুলিস এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নাবঘড়া রাজার বাগান ক্লাবের সহ সভাপতি টিঙ্কু ধাড়া বলেন, ১৬ চাকার ট্রেলারের ধাক্কায় মণ্ডপের একাংশের ব্যাপক ক্ষতি হয়েছে। চতুর্থীতে মণ্ডপ উদ্বোধন হওয়ার কথা। তাই এদিন সকাল থেকেই বাড়তি লোক লাগিয়ে মণ্ডপ মেরামতির কাজ শুরু করেছে ডেকরেটর। তিনি বলেন, দুর্ঘটনার কারণে মণ্ডপের একটি অংশ নতুন করে তৈরি করতে হচ্ছে। ফলে বাজেট অনেকটাই বেড়ে যাবে। তাঁর মতে, মায়ের অশেষ কৃপা থাকায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠান নির্ধারিত সূচি মেনেই হবে। 
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা