কলকাতা

আজ ও কাল সারা রাজ্যেই বর্ষণ বাড়বে, কিছু জেলায় ভারী বৃষ্টিও, পুজোর দিনগুলি থাকবে স্বস্তিদায়ক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে আজ, শুক্রবার ও আগামী কাল, শনিবার রাজ্যজুড়ে বৃষ্টি বাড়বে। এই দু’দিন ভারী বৃষ্টিও হতে পারে কয়েকটি জেলায়। বৃষ্টি কমবে রবিবার থেকে। পুজোর ঠিক মুখে এই বৃষ্টিতে সমস্যা হলেও আবহাওয়া দপ্তর একটি সুখবর দিয়েছে। 
পুজোর দিনগুলিতে রাজ্যজুড়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ১০-১৩ অক্টোবর, পুজোর চারদিন দক্ষিণ ও উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। দ্বিতীয় দফার বিশেষ পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার ক্ষেত্রে এই সময়ে শুধু হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথাই বলা হয়েছে। 
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পুজোর দিনগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি থাকতে পারে। তবে বৃষ্টি কমে যাওয়ায় রাজ্যের বেশিরভাগ জায়গায় থাকবে ভ্যাপসা গরমভাব। আগামী সোমবার পুজোর দিনগুলির জন্য ফের একটি বিশেষ পূর্বাভাস জারি করবে আবহাওয়া অফিস। 
আজ, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পূর্ব বিহার থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে। এটি পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে গিয়েছে। এই পরিস্থিতির জন্য বৃহস্পতিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গে বৃষ্টি বেড়েছে। কলকাতায় সারাদিন ধরে আকাশ মেঘলা ছিল এবং ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। 
শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ,  হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিও হতে পারে কোনও কোনও স্থানে। 
উত্তরবঙ্গজুড়েও হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে এই দু’দিন। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য। 
আবহাওয়া অধিকর্তা জানান, উত্তর-পূর্ব ভারতে নিম্নচাপের প্রভাব বেশি পড়বে। তবে এই নিম্নচাপটি আগেরটির মতো শক্তিশালী হবে না। সমুদ্রে অবস্থানকালেই এটি শক্তি হারাতে পারে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা