কলকাতা

তারাতলায় বন্দরের জমিতে উচ্ছেদের নোটিস, মেয়রের বাড়িতে বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলায় বন্দরের জমিতে বস্তি উচ্ছেদের আঁচ  এসে পড়ল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে। নিউমার্কেট চত্বরে হকারদের নিয়ন্ত্রিতভাবে বসানো নিয়ে প্রশাসনের সঙ্গে টানাপোড়েন চলছিল শনিবার সকাল থেকেই। সন্ধ্যায় বাড়ি ফিরে মেয়র দেখেন, উচ্ছেদের নোটিস পাওয়া মানুষজন ভিড় জমিয়েছেন তাঁর বাড়ির সামনে। তাঁদের কাতর আর্তি, ‘আমাদের বাঁচান’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্ল্যাকার্ডে লেখা হয়েছে, ‘দিদি আমাদের বস্তি বাঁচান’।
জানা গিয়েছে, বন্দরের জমিতে ১১ নম্বর গড়াগাছা বস্তি অনেকদিন ধরেই রয়েছে। সম্প্রতি সেখানে উচ্ছেদের নোটিস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তা আটকাতে সেখানকার বাসিন্দারা এদিন মেয়রের বাড়িতে চলে আসেন। মহিলারা জানান, তাঁদের জায়গা ছেড়ে দেওয়ার নোটিস দেওয়া হয়েছে। এই বর্ষার মধ্যে তাঁরা কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। মেয়রের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের এই আর্তি পৌঁছে দেওয়ার আবেদন করেন তাঁরা। তাঁদের সঙ্গে কথা বলেন ফিরহাদ। তাঁদের অভিযোগ লিখিত আকারে তারাতলা থানায় জমা দিতে বলেন। সূত্রের খবর, গড়াগাছা বস্তি কাল, সোমবার থেকে সরানোর কাজ শুরু হবে। তার আগে মেয়রের কাছে এভাবে ছুটে আসা তাঁদের সহায় হয় কি না, সেটাই এখন দেখার।
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা