কলকাতা

চাষের জমির মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার অভিযোগ, চাঞ্চল্য

সংবাদদাতা, বারুইপুর: চাষের জমি থেকে জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে। কখনও মাটি কাটা হচ্ছে নদীর পাড় থেকে। তারপর তা নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। কুলতলিতে প্রকাশ্য দিবালোকে এই কারবার চলছে দিনের পর দিন। অভিযোগ, পুলিস ও ব্লক ভূমিসংস্কার দপ্তরের একাংশের মদতে এবং শাসক দলের নেতাদের অঙ্গুলিহেলনে রমরমিয়ে চলছে এই কাজ। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। স্থানীয় সূত্রে খবর, কুলতলির গোপালগঞ্জ, কুন্দখালি-গোদাবর পঞ্চায়েত এলাকায় চাষের জমি থেকে এবং পিয়ালী নদীর পাড় থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। কুলতলিতে মোট ৩১টি ইটভাটা আছে। বেশিরভাগ জয়গাতেই মাটির চাহিদা মিটছে এভাবে। সোলেমান মণ্ডল নামে মাটি কাটার এক শ্রমিক দাবি করেন, থানা ও কুলতলি ব্লক ভূমিসংস্কার দপ্তর থেকে অনুমতি নিয়ে মাটি কাটা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যও বিষয়টি জানেন। এ বিষয়ে কুলতলির বিজেপি নেতা উত্তম হালদার বলেন, ‘সমস্ত জায়গায় নদীর পাড়, চাষের জমি থেকে মাটি কাটা হচ্ছে। পুলিস প্রশাসন ঘুমিয়ে আছে।’ সিপিএম নেতা উদয় মণ্ডল বলেন, ‘শাসক দলের নেতাকর্মীরা তো মুখ্যমন্ত্রীর বারনও শুনছেন না। যেভাবে নদীর পাড় থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে, তাতে বড় ক্ষতি হচ্ছে।’ কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ অভিযোগ অস্বীকার করেননি। তিনি বলেন, ‘যারা এই কাজ করছে, তাদের বিরুদ্ধে পুলিসকে ব্যবস্থা নিতে বলব।’ বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, ‘বিষয়টি দেখা হবে।’ চাষজমি ও নদীর পাড় থেকে মাটি কাটার কাজ কবে বন্ধ হবে, সেদিকেই তাকিয়ে  এলাকাবাসী। 
5d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা