দেশ

কেজরিওয়ালকে জেলে আটকে রাখার চেষ্টা চলছে, দাবি স্ত্রী সুনীতার

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে পাঁচদিনের জন্য হেফাজতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও বিশেষ সিবিআই আদালত তিনদিনের হেফাজত মঞ্জুর করে। রেহাইয়ের আবেদন জানালেও দিল্লির মুখ্যমন্ত্রীর সেই দাবি মঞ্জুর হয়নি। আদালত জানিয়েছে, তথ্যপ্রমাণেই স্পষ্ট, এই গ্রেপ্তারি অবৈধ নয়। কিন্তু তদন্তকারী সংস্থারও ‘অতি উৎসাহী’ হওয়া উচিত নয়। এরপরেই সরব হন কেজরি-পত্নী। জানান, আম আদমি সুপ্রিমো যাতে জেলবন্দি থাকেন, তা নিশ্চিত করতেই যেন তৎপর হয়ে উঠেছে ‘গোটা ব্যবস্থা।’ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘গত ২০ জুন অরবিন্দ কেজরিওয়াল জামিন পান। সঙ্গে সঙ্গেই স্থগিতাদেশ পায় ইডি। পরদিনই সিবিআই তাঁকে অভিযুক্ত করে আজ গ্রেপ্তার করে। গোটা ব্যবস্থা একটা ব্যাপারই নিশ্চিত করার চেষ্টা করছে যেন কেজরিওয়াল কারাগার থেকে বেরিয়ে আসতে না পারেন। এটা আইন নয়। এটা একনায়কত্ব। এটা জরুরি অবস্থা।’
অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালকে তিন দিনের সিবিআই হেফাজতে পাঠানোর আগে তাঁর বেশ কয়েকটি আবেদনে সম্মতি দিয়েছে দিল্লির আদালত। বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শমতো ওষুধ, চশমা ও শ্রীমদ্ভাগবত গীতা নিয়ে যেতে পারবেন কেজরিওয়াল। প্রতিদিন ৩০ মিনিটের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন স্ত্রী সুনীতা ও তাঁর আইনজীবী। এমনকী, বাড়ির রান্না করা খাবারও খেতে পারবেন তিনি।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা