দেশ

নিটের প্রশ্নপত্র ফাঁস: গুজরাতের ৭ জায়গায় তল্লাশি সিবিআইয়ের
 

নয়াদিল্লি: ডাক্তারিতে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গুজরাতের সাত জায়গায় শনিবার অভিযান চালাল সিবিআই। এদিন সকাল থেকে আনন্দ, খেড়া, আমেদাবাদ ও গোধরা জেলায় অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এব্যাপারে সিবিআইয়ের তরফে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি। শনিবারই গোধরার বিশেষ আদালত নিট দুর্নীতিতে ধৃত চারজনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন জয় জালারাম স্কুলের প্রিন্সিাপাল পুরুষোত্তম শর্মাও। প্রশ্ন ফাঁসের অভিযোগে পুরোষত্তম সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছিল গুজরাত পুলিস। তদন্তে সিবিআই জানতে পেরেছে, গোধরা ও খেড়ায় ন্যাশানাল টেস্টিং এজেন্সি বা এনটিএ যে দুটি পরীক্ষাকেন্দ্রকে বেছে নিয়েছিল, সেগুলি একই স্কুল কর্তৃপক্ষের পরিচালনাধীন। সূত্রের খবর, অভিযুক্তরা ওড়িশা, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান ও উত্তরপ্রদেশের পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র হিসেবে গোধরা ও গুজরাতি ভাষাকে বেছে নিতে বলত। একইসঙ্গে ওই পরীক্ষার্থীদের ঠিকানা গুজরাতের পাঁচমহল ও ভদোদরা জেলাকে দেখানো হত। সিবিআইয়ের এক আধিকারিক জানান, এখনও পর্যন্ত তদন্ত অনুযায়ী নিটের মতো পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার জন্য দায়িত্বপ্রাপ্তরাই টাকার বিনিময়ে দুর্নীতিতে জড়িয়েছেন। 
অন্যদিকে, শুক্রবার ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি স্কুলের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে সিবিআই। একইসঙ্গে গ্রেপ্তার হয়েছেন একটি হিন্দি সংবাদপত্রের সাংবাদিককেও।  প্রশ্নপত্র ফাঁসের তদন্তের শুরু থেকেই হাজারিবাগের ওয়েসিস স্কুলের নাম উঠে এসেছিল। স্কুলের প্রিন্সিপাল এহসানুল হক ছিলেন নিটের দায়িত্বে থাকা এনটিএ-র সিটি কোঅর্ডিনেটর। ভাইস প্রিন্সিপাল ইমতিয়াজ আলমকে অবজার্ভার ও ওয়েসিস স্কুলের সেন্টার কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছিল। এহসানুল সিটি কোঅর্ডিনেটর হওয়ার সুবাদে ৫ মে, পরীক্ষার দিন, হাজারিবাগ সহ চারটি জেলার পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলেন। তাঁর ভূমিকা নিয়ে আগেও সন্দেহ প্রকাশ করেছিল বিহার পুলিসের আর্থিক দুর্নীতি শাখা। অন্যদিকে, সিবিআই জানিয়েছে, জামালুদ্দিন আনসারি নামে ওই সাংবাদিক প্রশ্ন ফাঁসের সময় ইমতিয়াজ ও এহসানুলকে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। এর পাশাপাশি হাজারিবাগের আরও পাঁচজনকে জেরা করা হচ্ছে। এখনও পর্যন্ত সিবিআই ছয়টি এফআইআরের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে। নিট দুর্নীতির তদন্তভার হাতে আসার পর একটি এফআইআর দায়ের করেছিল সিবিআই। বাকি পাঁচটি এফআইআর বিহার, গুজরাত ও রাজস্থানে দায়ের হয়েছিল। গত বৃহস্পতিবার বিহার থেকে দুজনকে গ্রেপ্তার করেছিল সিবিআই। 
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা