দেশ

মন্ত্রীর ‘ডিএনএ টেস্ট’ মন্তব্যের প্রতিবাদ, জয়পুরে রক্তের নমুনা নিয়ে মিছিল আদিবাসী সাংসদের

জয়পুর: তিনি ‘হিন্দুর সন্তান’ কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার। যার প্রতিবাদে নিজের ডিএনএ পরীক্ষার কথা বলে সুর চড়ালেন বাঁশওয়ারার আদিবাসী সাংসদ রাজকুমার রোত। উটের পিঠে চড়ে সংসদে গিয়ে তিনি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন। শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রীর মন্তব্যের অভিনব প্রতিবাদ জানান ভারত আদিবাসী পার্টি (বিএপি)-র নেতা রাজকুমার ও তাঁর সমর্থকরা। নিজেদের রক্তের নমুনা হাতে নিয়ে তাঁরা শিক্ষামন্ত্রীর বাসভবনের দিকে হাঁটা শুরু করেন। তবে, পুলিস অনেক আগেই তাঁদের পথ আটকায়। এরপর বিক্ষোভকারীরা জয়পুরের অমর জ্যোতি জওয়ানের কাছে সমবেত হন। সেখানে গঙ্গাপুরের কংগ্রেস বিধায়ক রামকেশ মীনা সহ একাধিক রাজনৈতিক নেতা শরিক দলের সেই প্রতিবাদে শামিল হল। তাঁরা রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগানও দেন। রোত জানান, তাঁর রক্তের নমুনা গ্রহণ করা না হলে তিনি সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তা তুলে দেবেন। তিনি হুমকি দেন, ‘কোনওমতেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না। এই বিষয়টি বিধানসভাতেও তোলা হবে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস প্রথমে বিক্ষোভকারীদের কাছ থেকে রক্তের নমুনাগুলি সংগ্রহ করে। পরে সেগুলি ফেরত দেওয়া হয়। 
বিতর্কের সূত্রপাত ২২ জুন। সেদিনই রাজকুমারের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় দিলাওয়ারের। রোত সম্প্রতি মন্তব্য করেছিলেন, তিনি আদিবাসী সম্প্রদায়ের অন্তর্গত। হিন্দু সহ অন্যান্য সংগঠিত ধর্ম থেকে একটি আলাদা প্রথায় তিনি বিশ্বাস করেন। এর প্রেক্ষিতেই সেদিন বিতর্কিত মন্তব্য করেন দিলাওয়াল। তিনি বলেন, ‘বিএপি নেতা যদি নিজেকে হিন্দু বলে মনে না করেন, তাহলে তিনি হিন্দুর সন্তান কি না, তা যাচাইয়ের জন্য ওঁর ডিএনএ পরীক্ষা করা উচিত।’ 
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে অগ্রগতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির যোগ আছে। সৎজন সান্নিধ্যে মানসিক আনন্দ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৭ টাকা৮৪.৩১ টাকা
পাউন্ড১০৩.৯০ টাকা১০৭.৩৫ টাকা
ইউরো৮৮.১৭ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা