দেশ

এবার চালু হচ্ছে চট্টগ্রাম-কলকাতা আন্তর্জাতিক যাত্রীবাহী বাস পরিষেবা

রাজু চক্রবর্তী, কলকাতা: রাজ্যের আপত্তিতে ‘তিস্তা জলবণ্টন চুক্তি’ দীর্ঘদিন আটকে রয়েছে। তারই মাঝে বাংলাকে এড়িয়ে ‘ফরাক্কা-গঙ্গা জলবণ্টন চুক্তি’ নবীকরণে ভারত-বাংলাদেশ ‘যৌথ কারিগরি কমিটি’ তৈরি হয়েছে। গত শনিবার দিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে এই নিয়ে অগ্রগতি ঘটে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যকে উপেক্ষা করে এই কমিটি গঠন নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে দুই বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় নয়া ক্ষেত্র উন্মোচিত হতে চলেছে। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা, খুব শীঘ্রই কলকাতা থেকে চট্টগ্রামের মধ্যে যাত্রীবাহী বাস পরিষেবা চালু হতে চলেছে। বাংলাদেশ সরকার নয়া রুটে এই আন্তর্জাতিক বাস পরিষেবা চালুর আবেদন জানায়। সেই সূত্রে মে মাসে বিদেশ মন্ত্রক এ বিষয়ে লিখিতভাবে নবান্নের মতামত জানতে চায়। প্রশাসনের এক শীর্ষ আমলার কথায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত পর্যায়ে সুসম্পর্ক রয়েছে। দিল্লির একটা মহল তাতে খানিক চিড় ধরাতে চাইছে। কিন্তু দুই জনপ্রিয় জননেত্রী দ্বিপাক্ষিক সমীকরণ অটুট। তাই চট্টগ্রাম-কলকাতা বাস রুট চালুর প্রস্তাবে দ্রুত অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নবান্নের ওই আমলা আরও বলেন, গত সপ্তাহে মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা বিদেশ সচিবকে চিঠি দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, চট্টগ্রাম-কলকাতা নতুন বাস রুট চালুর প্রস্তাবকে স্বাগত জানাই। এই চিঠিতে ভারতের বিদেশ সচিবের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন মুখ্যসচিব। প্রসঙ্গত, তৃণমূল আমলে রাজ্যের পরিবহণ সচিব হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন গোপালিকা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের পণ্য পরিবহণে নয়া দিগন্ত খোলার লক্ষ্যে বাংলাদেশের মধ্য দিয়ে বিশেষ করিডর তৈরির প্রস্তাব দিয়েছেন মুখ্যসচিব। তাঁর বক্তব্য, কলকাতা থেকে বিবিধ পণ্য উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে পৌঁছতে শিলিগুড়ি ছুঁয়ে যেতে হয়। সেক্ষেত্রে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এক্ষেত্রে বাংলাদেশের মধ্যে দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য সুনির্দিষ্ট করিডর চালু হলে সেই দূরত্ব এক লহমায় ৫০০ থেকে ৬০০ কিলোমিটার কমে যাবে। এতে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। উল্লেখ্য, এই মুহূর্তে কলকাতা থেকে তিনটি আন্তর্জাতিক বাস রুট চালু রয়েছে। যেগুলি হল, কলকাতা-ঢাকা, কলকাতা-খুলনা এবং কলকাতা-আগরতলা ভায়া বাংলাদেশ। এছাড়া শিলিগুড়ি থেকে কাঁকরভিটা (নেপাল) রুটে বাস চলাচল করে। সম্প্রতি বাংলাদেশ সরকার ঢাকায় স্থিত ভারতীয় হাইকমিশনারকে জানায়, কলকাতাগামী যাত্রীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। চট্টগ্রাম থেকে সরাসরি কলকাতার বাস চালু করা হোক। তারপরই বিদেশ মন্ত্রক তা কার্যকর করতে সক্রিয় হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের পর এই বাস চালু স্রেফ সময়ের অপেক্ষা। নবান্নের ওই আমলার মতে, আন্তর্জাতিক প্রোটোকল মেনে দুই রাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে। সেই মোতাবেক দুই রাষ্ট্রের কত বাস, কত যাত্রী প্রতি ট্রিপে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করতে পারবে, তা স্থির হবে। 
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা