দেশ

আর্থিক তছরুপ মামলায় নাম জড়াল কেরল সিপিএমের, চার্জশিট জমা দিতে পারে ইডি

নয়াদিল্লি: আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত কেরল সিপিএম। কারুভান্নুর সার্ভিস কোঅপারেটিভ ব্যাঙ্ক দুর্নীতি মামলায় এমনই অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আর এই তছরূপের ঘটনায় ব্যাঙ্কে গচ্ছিত সিপিএমের ৭৮ লক্ষ টাকা ও জমি বাজেয়াপ্ত করেছে ইডি। পাশাপাশি একাধিক ব্যক্তি ও সংস্থার মোট ২৮ কোটি ৬৫ লক্ষ টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থাটির তরফে জানানো হয়েছে। ওই দুর্নীতি মামলায় এরপরে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে, তাতে অভিযুক্ত হিসেবে সিপিএমের নাম থাকতে পারে। আর সেক্ষেত্রে আম আদমি পার্টি (আপ)-র পর দ্বিতীয় দল হিসেবে সিপিএম কোনও আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত হবে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে ইডির। যদিও সিপিএমের তরফে জানানো হয়েছে, দল আর্থিক তছরূপ বা কোনও ধরনের বেআইনি কাজের সঙ্গে জড়িত নয়। 
ইডির তরফে জানানো হয়েছে, প্রায় ২৯ কোটি টাকার যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে জমি ও বাড়ি মিলিয়ে ১৮টি স্থাবর সম্পত্তি রয়েছে। এর মধ্যে সিপিএমের একজন জেলা সম্পাদকের নামে নথিভূক্ত ১০ লক্ষ টাকা মূল্যের স্থাবর সম্পত্তিও রয়েছে। দলের কার্যালয়ের জন্য ওই সম্পত্তি কেনা হয়েছিল। এছাড়া আটটি অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে সিপিএমের ত্রিশূর লোকাল এরিয়া কমিটির আটটি ব্যাঙ্কে থাকা ৬৩.৬২ লক্ষ টাকাও রয়েছে। ইডির দাবি, ওই কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে একই  সম্পত্তি দেখিয়ে একাধিকবার ঋণ নেওয়া হত। এই বিষয়ে সমবায়ের সদস্যরা কিছুই জানতেন না। যদিও সিপিএমের দাবি, দলের তরফে এই নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াই করা হবে। দলের কেরল রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দন জানান, রাজনৈতিক কারণেই ইডি বিরোধী দল ও নেতাদের বিভিন্ন মামলায় ফাঁসাতে চাইছে। একইসঙ্গে তাঁর দাবি, ব্যাঙ্ক দুর্নীতি মামলায় দলের বিরুদ্ধে কোনও প্রমাণ না পাওয়ায় ধোঁয়াশা তৈরি করতে চাইছে ইডি। 
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা