কলকাতা

ইতিহাস হতে চলেছে শিয়ালদহ ডিভিশনের ৯ কামরার লোকাল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ ডিভিশনে ৯ কামরার ট্রেন ইতিহাস হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে ১ জুলাই থেকে শিয়ালদহ সাউথ, মেইন ও নর্থ শাখায় সর্বত্র ১২ কামরার ট্রেন পরিষেবা পাবেন যাত্রীরা। যাত্রী স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রেলকর্তারা। ৯ বগির ট্রেনগুলিকে ১২ কোচে রূপান্তরিত করার কাজ চলছে পুরোদমে। শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য আরও ১০টি নয়া রেকও উপহার দিয়েছে রেল। সেগুলির ট্রায়াল সম্পন্ন হয়েছে। শীঘ্রই দেশের অন্যতম ব্যস্ত এই ডিভিশনের যাত্রী পরিষেবায় নতুন রেকগুলি ট্র্যাকে দৌড়তে শুরু করবে। উল্লেখ্য, শিয়ালদহ ডিভিশনে এই মুহূর্তে ১১০টি রেক রয়েছে। যার মধ্যে ৩৮টি রেক ৯ কোচ বিশিষ্ট। শিয়ালদহ সাউথে আগে থেকেই সমস্ত ট্রেন ১২ কামরার করে দেওয়া হয়েছে। ৯ কোচের ট্রেনগুলি চলত মূলত শিয়ালদহ মেইনে কিংবা নর্থে।
এই ডিভিশনে চারটি লোকাল ট্রেন রক্ষণাবেক্ষণের রেল ইয়ার্ড রয়েছে। সেগুলি হল, নারকেলডাঙা, বারাসত, রানাঘাট এবং সোনারপুর। রেকগুলিকে ১২ কামরায় রূপান্তরিত করার কাজ চলছে এই ইয়ার্ডগুলিতে। শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম এতদিন ১২ কামরার ট্রেন চলাচলের উপযুক্ত ছিল না। সম্প্রতি এই পাঁচটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শেষ হয়েছে। এই কাজের জন্য ৭-৯ জুন - ট্রেন পরিষেবা ব্যাহত হয়। রেল সূত্রের খবর, গুরুত্বপূর্ণ এই কাজ দীর্ঘদিন ধরে করার কথা থাকলেও আগের একাধিক ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) সেই ঝুঁকি নেননি। কিন্তু শিয়ালদহের বর্তমান ডিআরএম দীপক নিগম দায়িত্ব নেওয়ার কয়েকমাসের মধ্যে তা করে দেখালেন। এই কাজের জন্য রাতদিন এক করে ডিভিশনের কর্মীরা কাজ করেছেন। তার সুফল পেতে চলেছেন লক্ষ লক্ষ যাত্রী।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা