কলকাতা

দুবাইয়ে চাকরি কৃতী ছাত্রের, গাড়ি উপহার অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার বারাসতের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে হল সেরা পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল অ্যান্ড জাস্টিসের স্নাতক শ্বাশত কপাট নামে এক ছাত্র দুবাইয়ের এক বহুজাতিক সংস্থায় বার্ষিক এক কোটি টাকা বেতনের চাকরি পেয়েছেন। তাঁকে এদিন সম্মান জানাল বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, পূর্ব ভারতের সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এই প্রথম কোনও শিক্ষা প্রতিষ্ঠানের এক পড়ুয়া এই পর্যায়ে সাফল্য লাভ করেছে। শাশ্বত ছাড়াও অনেক ছাত্র-ছাত্রী আকর্ষণীয় বেতনের প্যাকেজ নিয়ে নামকরা সংস্থাগুলিতে চাকরি পেয়েছেন। তাঁদেরও এদিন সম্মান জানানো হয়। কৃতী পড়ুয়াদের সংবর্ধনা জানাতে এই অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ডঃ সমিত রায়। কার্নিভালে তাঁর পাশাপাশি পড়ুয়াদের সংবর্ধনা জানান অ্যাডামাসের ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাস সহ বিশিষ্টরা। এদিন শাশ্বতকে বিশ্ববিদ্যলয়ের তরফ থেকে একটি নতুন চারচাকা গাড়ি উপহার দেওয়া হয়েছে। চ্যান্সেলর ডঃ সমিত রায় বলেন, শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যাবসায় ও সাফল্যকে স্বীকৃতি জানানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন। 
সফল এই পড়ুয়াদের মধ্যে দিয়ে আরও একবার প্রমাণিত হল যে, যাঁরা স্বপ্ন দেখার সাহস দেখান, তাঁরাই সাফল্যকে দ্রুত ছুঁতে পারেন। শ্বাশত বলেন, আমি একাধিকবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি। তবে ভেঙে না পড়ে জেদ বাড়িয়ে প্রস্তুতি নিয়েছি। সাফল্যকে যেমন উপভোগ করা দরকার, সমানভাবে ব্যর্থতাকেও গ্রহণ করতে হবে। আমার বিশ্বাস ব্যর্থতাই মানুষকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়। আমার এই সাফল্যে যেমন মা-বাবার অবদান রয়েছে, তেমনই আমার বিশ্ববিদ্যালয়েরও সমান অবদান।  
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে অগ্রগতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির যোগ আছে। সৎজন সান্নিধ্যে মানসিক আনন্দ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৭ টাকা৮৪.৩১ টাকা
পাউন্ড১০৩.৯০ টাকা১০৭.৩৫ টাকা
ইউরো৮৮.১৭ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা