দেশ

ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ, মৃত ১, আহত ৫

নয়াদিল্লি, ২৮ জুন: প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে রাজধানীতে। তার মধ্যেই আজ, শুক্রবার সকালে বিপর্যয় ঘটল দিল্লি বিমানবন্দরে। এদিন সকালে প্রবল বৃষ্টিপাতের মধ্যেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ ছাদের একাংশ ভেঙে পড়ে। সেই সময় ওই স্থানে একাধিক ক্যাব দাঁড়িয়ে ছিল। সেগুলি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় একজনের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। পুলিস সূত্রে খবর, আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ আচমকাই দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ে। এমনকী দুর্ঘটনায় ছাদের বিমগুলিও ভেঙে পড়ে। দুর্ঘটনায় ওই টার্মিনালের পিকআপ এবং ড্রপ এরিয়ায় পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর দেওয়া হয় দমকলকেও। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং চিকিৎসা প্রদানের জন্য অকুস্থলে পৌঁছয় ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা। আসে দমকলের তিনটি ইঞ্জিন। অন্যদিকে দুর্ঘটনার জেরে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল-১ থেকে সমস্ত উড়ান সাময়িকভাবে স্থগিত করা হয়। এমনকী টার্মিনাল ১-এর সব চেক-ইন কাউন্টারও বন্ধ করে দেওয়া হয়। ফলে স্বাভাবিকভাবেই বহু যাত্রী বিমানবন্দরে পৌঁছে বিপাকে পড়েন। এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে। জানানো হয়, প্রবল বৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর পুরানো ডিপার্চার ফোরকোর্টের ছাদের একটি অংশ ভেঙে পড়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জরাপু বলেন, পুরো ঘটনাটির উপর নজর রাখছেন তিনি। উদ্ধারকাজ এখনও চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যে সকল গাড়ির উপরে ছাদ ভেঙে পড়েছে সেগুলির ভিতরে কেউ আটকে রয়েছেন কী না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য এয়ারলাইন্সগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে।
অপরদিকে আজ, শুক্রবার ভোরবেলা থেকেই দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রপাত-সহ ব্যাপক বৃষ্টি শুরু হয়। ভোররাতে মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ১৪৮.৫ মিমি বৃষ্টি হয় দিল্লিতে। যার ফলে রাজধানী দিল্লির বহু জায়গা জলমগ্ন হয়ে পড়ে। শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক যানজটও দেখা দেয়। আবহাওয়া দপ্তর আগামী সাতদিনই দিল্লিতে মেঘলা আকাশ এবং ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালে বিমানবন্দরের টার্মিনাল ১-এর সম্প্রসারণের কাজ শুরু হয়। এরপর কোভিড আবহে সংস্কারের জন্য প্রায় ১৯ মাস বন্ধ ছিল দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১। ২০২৩-এর ৩১ অক্টোবর এটি ফের খুলে দেওয়া হয়েছিল যাত্রীদের জন্য।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা