খেলা

বুমরাহ আমার চেয়েও ভালো বোলার: কপিল

নয়াদিল্লি: বিপক্ষ শিবিরের কাছে রীতিমতো ত্রাস যশপ্রীত বুমরাহ। চলতি টি-২০ বিশ্বকাপে ভারতীয় তারকা পেসারের চার ওভার কোনওমতে কাটাতে পারলেই যেন হাঁফ ছেড়ে বাঁচছেন ব্যাটাররা। বৃহস্পতিবার এক সাক্ষাত্কারে বুমবুমকে প্রশংসায় ভরালেন কিংবদন্তি কপিল দেব। বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়কের কথায়, ‘আমার থেকে হাজার গুণ ভালো বোলার বুমরাহ। আমাদের হয়তো অভিজ্ঞতা বেশি ছিল। কিন্তু এখনকার প্রজন্মের ক্রিকেটাররা দারুণ ফিট, পরিশ্রমী এবং বুদ্ধিমান। ওদের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’
পরিসংখ্যান বলছে, চলতি টুর্নামেন্টে ৬ ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন বুমরাহ। আর ইকনমি রেট তো রীতিমতো ঈর্ষণীয়— ৪.০৮। ম্যাচের মো঩ড় ঘোরাতে ক্যাপ্টেন রোহিত শর্মার ‘গো টু ম্যান’ যশপ্রীত। দায়িত্ব নিয়ে প্রতি ম্যাচেই তফাত গড়ে দিচ্ছেন তারকা পেসার। রোহিত শর্মা বলছিলেন, ‘বুমরাহ বল হাতে কী করতে পারে, সেটা সবারই জানা। তাই ওকে নিয়ে বেশি কিছু বলার দরকার নেই।’ দলের বোলিং ইউনিট নিয়ে রীতিমতো গদগদ বুমরাহও। সম্প্রচারকারী চ্যানেলে টিম ইন্ডিয়ার সেরা স্ট্রাইক বোলার বলেন, ‘আমাদের বোলিং এখন বিশ্বের অন্যতম সেরা। এর নেপথ্যে রয়েছে ধারাবাহিকভাবে তরুণ প্রতিভার উত্থান। চলতি বিশ্বকাপে তো রীতিমতো নজর কেড়েছে অর্শদীপ। ওর উন্নতি দেখে আমি আপ্লুত। বড় মঞ্চে স্নায়ুর চাপ সামলানো সহজ ব্যাপার নয়। ওকে দেখে সেটা বোঝার উপায় নেই। নতুন বলে দুই দিকেই সুইং করাচ্ছে। ডেথ ওভারেও বেশ কার্যকরী। আগামী দিনে ও আরও পরিণত এবং ধারালো হবে।’ ঝলমলে পারফরম্যান্সের জন্য অর্শদীপ আবার কৃতিত্ব দিচ্ছেন সিনিয়র তারকাকে। তিনি বলেন, ‘বুমরাহ ভাই একপ্রান্ত থেকে চাপ সৃষ্টি করে। তাই প্রতিপক্ষ ব্যাটাররা আমায় টার্গেট করতে গিয়ে উইকেট খোয়ায়। আমার সাফল্যে ওর বড় অবদান রয়েছে।’
এদিকে, রোহিত ব্রিগেডের প্রশংসা করতে গিয়ে কপিল বলেন, ‘ভারত ইদানীং যে কোনও টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই নামে। এটা দারুণ ব্যাপার। বেশিরভাগ আসরেই সেমি-ফাইনাল, ফাইনালে খেলছে দল। আমাদের সময়ে এটা ভাবাই যেত না। এর জন্য রোহিত শর্মাদের কৃতিত্ব দিতে হবে।’ ২০১১ সালের পর আর বিশ্বকাপ জেতেনি টিম ইন্ডিয়া। এমনকী আইসিসি’র কোনও ট্রফিও আসেনি ২০১৩ সালের পর। বিশ্বকাপ জেতার রহস্য কী? এই প্রশ্নের জবাবে ১৯৮৩-র বিশ্বকাপের নায়কের বক্তব্য, ‘টিম গেম। ১৯৮৩ সালে শুধু আমি একা ভালো খেলছিলাম, তেমনটা নয়। রজার বিন্নি, যশপাল শর্মারা ম্যাচ জেতানো পারফরম্যান্স মেলে ধরেছিল। চলতি টি-২০ বিশ্বকাপে রোহিত-ব্রিগেডও টিম গেমে ভর করে সেরা পারফরম্যান্স মেলে ধরেছে। তাছাড়া দলে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মতো একাধিক ক্রিকেটারের অভিজ্ঞতা রয়েছে অধিনায়কত্ব করার। তার ফলে গুরুত্বপূর্ণ মুহূর্তে আলাপ আলোচনার ক্ষেত্রে সুবিধা হচ্ছে ক্যাপ্টেন রোহিতের।’
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা