কলকাতা

জাতীয় সড়কের সম্প্রসারণে এবার  জবরদখলকারী হটানোর কাজ শুরু 

সংবাদদাতা, উলুবেড়িয়া: সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যজুড়ে ফুটপাত দখলমুক্ত করতে জবরদখলকারীদের সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি ১৬ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য তৎপর হয়েছে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ। দিন পাঁচেক ধরে রানিহাটিতে ১৬ নম্বর জাতীয় সড়কের দু’পাশে জবরদখলকারীদের সরানোর কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, ডানকুনি থেকে খড়্গপুর পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। যেসব জায়গায় বিভিন্ন সমস্যার কারণে সড়ক সম্প্রসারণের কাজ করা যাচ্ছিল না, সেইসব জায়গায় সমস্যা সমাধানের পর সম্প্রসারণের কাজ শুরু করা হচ্ছে। রানিহাটিতে রাস্তার দু’ধারে অস্থায়ী জবরদখলকারীদের সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। এরপর ধীরে ধীরে রাস্তা সম্প্রসারণ করা হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে খবর, এর আগে জবরদখলকারীদের উঠে যাওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছিল। তাতে কাজ না হওয়ায় জবরদখলকারীদের হটিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে অশোক পয়রা জানান, সরকারি জমি বাদে যাদের ব্যক্তিগত জমি নেওয়া হয়েছিল তাঁদের অনেক আগেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও অনেকে সমস্যার সৃষ্টি করছিল। সেই কারণে জবরদখলকারীদের হটিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি তাঁদের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে। যদিও দখলদারীদের বক্তব্য, জাতীয় সড়কের পাশে থাকা ব্যবসায়ীদের সিংহভাগ ভাড়াটিয়া। সেই কারণে মূল দোকানদার ক্ষতিপূরণ পেলেও ভাড়াটিয়ারা কোনও ক্ষতিপূরণ পাননি। ফলে তাঁরা সমস্যায় পড়েছেন। তাঁদের কথায়, আমরা উন্নয়নের বিরোধী নই, তবে আমাদের রোজগারের বিকল্প ব্যবস্থা করা উচিত।  
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা