বিনোদন

‘আমার সঙ্গে কাজ করলে আর কেউ সমালোচনা করেন না’

‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ মুক্তির আগে আড্ডায় অভিনেতা জীতু কমল।
 
আপনার জীবনে কোন বাংলা প্রবাদ সবথেকে কার্যকরী?
ন্যাড়া বেলতলায় একবার যায়। 

কোন অর্থে বলছেন?
আমি আর বায়োপিক করব না, সেই অর্থে বললাম। ‘অপরাজিত’ করার পর গিরিশচন্দ্র ঘোষের বায়োপিকের অফার এসেছিল। কিন্তু আমি অন্য কিছু করতে চাই। আমি যে চরিত্র করে ফেলব, সেটা আর রিপিট করতে চাই না।

কেন? 
আমি খুব ভাগ্যবান। কারণ দর্শক আমাকে বিশ্বাস করেন। তাঁদের কথা ভেবেই নিজেকে রিপিট করতে চাই না। দর্শক আমাকে অন্য ভাবে দেখতে চান। আমি কীভাবে কথা বলব, কী পোশাক পরব সেটাও দর্শক খেয়াল রাখেন। তার বাইরে গেলেই ধরিয়ে দেন। এই অভিভাবকসুলভ আচরণ সকলে পান না। 

‘অরণ্য’ কি আপনাকে ভেবে লেখা চরিত্র?
না। আজ পর্যন্ত সিনেমায় কোনও চরিত্র আমাকে ভেবে লেখা হয়নি। সিরিয়ালে আমাকে ভেবে চরিত্র লেখা হয়েছে। এটা কিন্তু সচরাচর হয় না। তবে অরণ্য একেবারে অন্যরকম চরিত্র। যে গোয়েন্দা হয়ে উঠছে। এমন গল্প তো আগে কখনও হয়েছে বলে আমার জানা নেই।

প্রাথমিক ভরসা কি চিত্রনাট্যের উপরই ছিল?
হ্যাঁ। এই ছবিটার ক্ষেত্রে প্রাথমিক ভাবে চিত্রনাট্যের উপরই ভরসা করেছিলাম। অন্য ছবির ক্ষেত্রে চিত্রনাট্যের সঙ্গে পরিচালককেও বিশ্বাস করতে হয়। এখানে আমার কিন্তু প্রথমে দুলালদার (দে, পরিচালক) প্রতি বিশ্বাস ছিল না। সেটা উনিও জানেন। প্রথম শিডিউলে আমি ভয় পেয়েছিলাম। তারপর দেখলাম উনি তৈরি হয়ে এসেছেন।

আপনাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রচুর সমালোচনা হয়, খবর রাখেন?
যাঁরা আমার সঙ্গে কাজ করেন, তাঁরা আমার সমালোচনা করেন না। তাঁরা জানেন আমি কতটা পেশাদার।

যেমন?
আমি শুনেছি পুরো পারিশ্রমিক পাওয়ার পরও অনেকে নাকি ছবির প্রচারে যেতে চান না। আমি শুনে অবাক হয়ে গিয়েছিলাম। আমি কখনও এসব করি না। কিন্তু আমার নামে রটেছে, আমি প্রোমোশনে যাইনি। 

আর কী কী শুনেছেন নিজের নামে?
আমার নাকি অ্যারোগেন্স আছে। আমাকে নাকউঁচু বলেছে লোকে। সত্যি বলছি, আমার খারাপ লেগেছে। 

সেই খারাপ লাগা থেকে বেরলেন কীভাবে?
নীনা গুপ্তর একটা বই পড়লাম সম্প্রতি। ‘সচ কহুঁ তো’। তখন উনি জাতীয় পুরস্কার পেয়ে গিয়েছেন। তারপরও তাঁকে শ্যুটিংয়ের সময় খাবারের জন্য থালা হাতে প্রোডাকশন টিমের সামনে দাঁড়াতে হয়েছে। ডেভিড ধাওয়ানের একটা ছবিতে এমন চরিত্র দেওয়া হয়েছিল, যার কোনও সংলাপ নেই। উনি গিয়ে বলেছিলেন একটা সংলাপ যদি দেওয়া যায়। ডেভিড ধাওয়ান ওঁকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। এসব পড়ে মনে হয়েছে আমার সম্পর্কে এসব কথা যাঁরা লিখছেন, ওটা তাঁদের কাজ। 

আর্থিক দিক থেকে অনিশ্চিত এই পেশায় জীবনধারণে সমস্যা হচ্ছে?
অবশ্যই। সারভাইভ করতে অসুবিধে হচ্ছে। দেখুন, একটা সময় পর্যন্ত এটা নিয়ে ভাবব। তারপর পেশা পরিবর্তন করব। আমি অভিনয় ছেড়েও দিতে পারি। কিন্তু জীবনধারণের জন্য যে কোনও চরিত্রে অভিনয় করব না। 

পরিবর্তন করে কোন পেশা বেছে নেবেন?
সেটা এখনও ভাবিনি। আমি জানি সৎ থাকলে সারভাইভ করতে পারব। 

স্বরলিপি ভট্টাচার্য
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা