বিনোদন

অস্কার মনোনয়নে ‘লাপাতা লেডিজ’

স্বপ্নপূরণ। কিরণ রাওয়ের এই মুহূর্তের অনুভূতি এককথায় এমনই। কারণ? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লাপাতা লেডিজ অস্কার মনোনয়ন পেলে আমার স্বপ্নপূরণ হবে।’ তাঁর মুখের কথাই সত্যি হল। বড় মাইলস্টোন ছুঁয়ে ফেলল আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিজ’। সোমবার সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে ভারত থেকে ৯৭তম অস্কারের জন্য মনোনয়ন পেল এই ছবি। ‘ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া’-এর তরফে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। ‘অ্যানিমাল’, ‘শ্রীকান্ত’, ‘কল্কি: ২৮৯৮’-এর মতো ১২টি হিন্দি, ছ’টি তামিল ও চারটি মালয়ালম সহ মোট ২৯টি ছবিকে পিছনে ফেলে মনোনয়ন দৌড়ের মঞ্চে ভিক্ট্রি স্ট্যান্ডের এক নম্বরে এক ‘সাধারণ’ গল্প। জানু বড়ুয়া সহ ১৩ সদস্যের জুরি বোর্ড এই ছবিটিকে মনোনয়ন দিল। জানু বলেন, ‘বাকি ছবিগুলি মানের দিক থেকে পিছিয়ে ছিল, এমন নয়। তবে ছবি নির্বাচনের জন্য আমরা কয়েকটি সূচক নির্ধারণ করেছিলাম। সেদিক থেকে সবথেকে উপযুক্ত ছিল এই ছবিটি।’ অস্কার মনোনয়ন পেয়ে ছবির সঙ্গে জড়িত সকলেই অত্যন্ত খুশি। কিরণ বলেন, ‘আগামী বছর অস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে আমাদের ছবি। টিমের প্রত্যেকের কঠোর পরিশ্রম ও একাগ্রতার জন্যই এটা সম্ভব।’ কিরণ মনে করেন, সিনেমা এমন একটি মাধ্যম যার সাহায্যে লক্ষ হৃদয় একসূত্রে বাঁধা পড়তে পারে। ধুয়েমুছে যেতে পারে সমস্ত সীমারেখা। ভারতের প্রত্যন্ত গ্রামের দুই নারীর স্বাধীনভাবে ডানা মেলতে চাওয়ার গল্প গোটা বিশ্বজুড়ে প্রশংসিত হবে বলে বিশ্বাস তাঁর। সারা বিশ্বের মহিলাদের জন্য এই ছবি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। কিরণের কথায়, ‘সিলেকশন কমিটির প্রত্যেক সদস্য ও যাঁরা এই সিনেমার উপর বিশ্বাস রেখেছেন, তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এতগুলি অসাধারণ ছবির মধ্যে আমাদের সিনেমাটিকে বেছে নেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।’ এই সাফল্যের জন্য দর্শককেও ধন্যবাদ জানিয়েছেন পরিচালক। উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী প্রতিভা রত্না বলেছেন, ‘এই মনোনয়ন গল্প বলার আরও অনেক দরজা খুলে দেবে।’ অন্যদিকে, আগরতলার ভূমিপুত্র তথা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-এর প্রাক্তনী বিপ্লব গোস্বামী এই ছবির কাহিনিকার। তাঁর সাফল্যে খুশি আপামর বাঙালি। বিপ্লবের কথায়, ‘সিনেমার ছাত্র হিসেবে এতগুলি বছর সিনেমা নিয়ে কাজ করেছি, ভাবনা চিন্তা করেছি। আমার একটা কাজ এই জায়গায় পৌঁছেছে ভেবে খুব ভালো লাগছে। আগামী দিনে আরও দায়িত্ব বেড়ে গেল।’ ছবির প্রযোজক আমির খান বলেছেন, ‘কিরণ সহ গোটা টিমের জন্য আমি গর্বিত। আশা করি অ্যাকাডেমি পুরস্কারের মেম্বারদেরও মন জয় করবে এই ছবি।’ গত মার্চে মুক্তি পেয়েছিল। প্রেক্ষাগৃহ ও ওটিটি— দুই মাধ্যমেই ‘লাপাতা লেডিজ’ প্রশংসিত। এবার বিশ্বমঞ্চে সাফল্যের হাতছানি।
1d ago
পুজো ২০২৪
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সামাজিক কল্যাণ কর্মে সাফল্য ও জনখ্যাতি। বাতজ সমস্যায় বিব্রত হতে পারেন। কাজ কারবারে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৮ টাকা৮৪.৫২ টাকা
পাউন্ড১০৯.৯৪ টাকা১১৩.৫২ টাকা
ইউরো৯১.৪৬ টাকা৯৪.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা