বিনোদন

কেশসজ্জা শিল্পীর অভিযোগে সরগরম ইন্ডাস্ট্রি 

কেশসজ্জা শিল্পীদের গিল্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গত শনিবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন একজন কেশসজ্জা শিল্পী। তাঁর বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে গিল্ডের বেশ কয়েকজন সদস্যের নাম উল্লেখ করেছিলেন তিনি। শিল্পীকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর শনিবারই তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি অপেক্ষাকৃত সুস্থ রয়েছেন বলে খবর। রবিবার তাঁর অভিযোগগুলি প্রসঙ্গে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা বিষয়টা শুনেছি। সুরক্ষা বন্ধু কমিটি  গিল্ডের সদস্যদের সঙ্গে কথা বলেছে। উনি (ওই কেশসজ্জা শিল্পী) এর আগে গিল্ড বিরোধী কাজ করেছেন বলে গিল্ডের সদস্যরাই অভিযোগ করেছেন। সবটা খতিয়ে দেখা হচ্ছে।’ কী কী অভিযোগ ছিল অভিযোগকারিণী কেশসজ্জা শিল্পীর? মাস তিনেকের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছিল গিল্ডের তরফে। এরপর কাজে ফিরলেও তাঁকে নির্দেশ দেওয়া হয়, বাইরে থেকে কোনও কাজ তিনি জোগাড় করতে পারবেন না। এরপর একের পর এক কাজ কেড়ে নেওয়া হয় তাঁর থেকে। কাজ না পেয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। শিল্পীর বক্তব্য, তাঁর স্বামী অসুস্থ। মেয়ের পড়াশোনার খরচ রয়েছে। একটি শিফ্টে কাজ করে তাঁর পক্ষে ঋণ শোধ করা বা সংসার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। এরপরই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। প্রাথমিকভাবে শনিবার রাতে হরিদেবপুর থানায় অভিযোগ জমা পড়েছিল। তবে ঘটনাস্থল রিজেন্ট পার্ক হওয়ায় রবিবার তা রিজেন্ট পার্ক থানায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় সরব হয়েছে শিল্পমহল। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন। সুদীপ্তা লিখেছেন, ‘কর্মক্ষেত্রে হেনস্তা কোন পর্যায়ে যেতে পারে, তার জ্বলন্ত উদাহরণ। এর শেষ দেখে ছাড়ব।’ এই ঘটনায় সরব পরিচালকদের সংগঠনও।  
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা