খেলা

স্বপ্নভঙ্গ আফগানদের, প্রথমবার বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা

ত্রিনিদাদ: সেমি-ফাইনালে থামল আফগানিস্তানের স্বপ্নের দৌড়। সেটাই বা কম কীসের! এবারের টি-২০ বিশ্বকাপে রশিদ খানদের চমকপ্রদ পারফরম্যান্স বহুকাল মনে রাখবে ক্রিকেট দুনিয়া। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো টেস্ট খেলিয়ে দেশকে হারিয়ে গুরবাজরা বুঝিয়ে দিয়েছেন, আগামী দিনে তাঁরা আরও কড়া টক্কর দিতে প্রস্তুত। অনেকের মনেই বিশ্বাস জন্মেছিল, শেষ চারের লড়াইয়ে হয়তো দক্ষিণ আফ্রিকাকেও বশ মানাবে কাবুলিওয়ালার দেশ। খেলবে ফাইনালে। কিন্তু প্রত্যেকদিন তো রূপকথার গল্প লেখা যায় না! প্রত্যাশার পারদ চড়িয়েও বৃহস্পতিবার শেষ হাসি হাসতে পারেননি রশিদরা। স্বপ্নের অপমৃত্যু ঘটল ব্যাটিং ব্যর্থতায়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১১.৫ ওভারেই তাসের ঘরের মতো ধসে যায় আফগানিস্তানের ইনিংস। স্কোরবোর্ডে রান মাত্র ৫৬। মার্কো জানসেন, তাবরেজ শামসিদের দুর্দান্ত বোলিং প্রোটিয়া বাহিনীর প্রথমবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্নপূরণের মঞ্চ গড়ে দিয়েছিল। তার উপর দাঁড়িয়ে মাত্র ৮.৫ ওভারে এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেটের জয় খেতাবি লড়াইয়ে মার্করামদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে।
বড় আসরে চূড়ান্ত পর্বে বার বার ভেঙে পড়ার ঘটনা প্রোটিয়াদের গায়ে সেঁটে দিয়েছে চোকার্স তমকা। সেই গ্নানি বহুকাল বয়ে বেড়াচ্ছে তারা। অবশেষে প্রথমবার কোনও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে লজ্জার হাত থেকে কিছুটা মুক্তি পেল দক্ষিণ আফ্রিকা। 
বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাটিং নেওয়াটাই কাল হয় আফগানিস্তানের। উইকেট চিনতে ভুল হয়েছিল রশিদের। সেই সুযোগটাই কাজে লাগায় দক্ষিণ আফ্রিকার বোলাররা। প্রথম ওভারেই গুরবাজকে (০) ফেরান জানসেন। নিজের দ্বিতীয় ওভারে ফের নামের পাশে লেখেন গুলবাদিনের উইকেট। এরপর জোড়া ধাক্কা দেন রাবাডা। একটা সময় আফগানিস্তানের রান ছিল ৪ উইকেটে ২০। আজমাতুল্লাহ (১০) ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি। তাঁকে আউট করেন নর্তজে। আর খারোতে হন জানসেনের তৃতীয় শিকার। অধিনায়ক রশিদ খানের কাছে চাপের মুখে লড়াকু ইনিংস প্রত্যাশা ছিল। কিন্তু তিনিও ব্যর্থ। নর্তজের বলে ৮ রানে আউট হয়ে মাঠ ছাড়েন তারকা স্পিনার। পেসারদের সাজিয়ে দেওয়া মঞ্চে স্পিনের ভেল্কি দেখান সামসি। তিনটি উইকেট ঝুলিতে পোরেন তিনি। 
জবাবে কুইন্টন ডি’ককের (৫) উইকেট হারিয়ে শুরতে কিছুটা অস্বস্তিতে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে রেজা হেনডিরকস (অপরাজিত ২৯) ও ক্যাপ্টেন মার্করাম (অপরাজিত ২৩) কোনও ঝুঁকি নেননি। তাঁরা সহজেই জয়ের কড়ি জোগাড় করে নেন। 
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ৫৬-১০ (আজমাতুল্লাহ ১০, জানসেন ৩-১৬, সামসি ৩-৬)। দক্ষিণ আফ্রিকা ৬০-১ (হেনডরিকস অপরাজিত ২৯, মার্করাম অপরাজিত ২৩)।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা