দেশ

স্বল্প সঞ্চয়ে সুদের হার ৬ মাস পর আজই ঘোষণার সম্ভাবনা 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মূল্যবৃদ্ধিকে কোনোভাবেই লাগাম পরাতে পারছে না মোদি সরকার। মাথাব্যথার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে খাদ্যদ্রব্যের দাম। এর ফলে রেপো রেট কমাতে পারছে না রিজার্ভ ব্যাঙ্কও। এই পরিস্থিতিতে কি স্বল্প সঞ্চয়ে সুদের হার কিছুটা বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার? নাকি তা অপরিবর্তিত রাখারই পথে হাঁটবে তারা? এই প্রশ্নই এখন সাধারণ মানুষের কাছে বড় হয়ে উঠেছে। প্রতি তিনমাস অন্তর ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারের পর্যালোচনা করে কেন্দ্রীয় সরকার। শেষবার সুদের হার ঘোষিত হয়েছিল গত জানুয়ারিতে। ১৬ মার্চ থেকে লোকসভা ভোটের আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ায় এপ্রিলে আর সুদের হারের পর্যালোচনা হয়নি। তাই ছ’মাস ধরে কার্যকর রয়েছে একই সুদের হার। আগামী জুলাই থেকে সুদের নতুন হার ঘোষণা হওয়ার কথা। সাধারণত মাস শুরুর আগেই স্বল্প সঞ্চয়ে সুদের হার ঘোষণা করে অর্থমন্ত্রক। মনে করা হচ্ছে, আজ শুক্রবার সেই হার ঘোষিত হতে পারে।    
কিষাণ বিকাশপত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম, মেয়াদি আমানতের মতো সরকারি স্কিম বা স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি ডাকঘর এবং ব্যাঙ্কের মাধ্যমে বিক্রি হয়। তবে তা নিয়ন্ত্রণ করে অর্থমন্ত্রক। লোকসভা ভোটের দিকে তাকিয়ে সুদ অনেকটাই বাড়ায় তারা।  গত জানুয়ারি থেকে যে সুদের হার ঘোষণা করা হয়, তাতে সবচেয়ে বেশি সুদ পাচ্ছেন প্রবীণ নাগরিকরা। বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ মিলছে তাঁদের। একই হার সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৭.৭, মান্থলি ইনকাম অ্যাকাউন্ট বা এমআইএসে ৭.৪,পাঁচ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ সুদ মিলছে। তবে পিপিএফে সেই হার ৭.১ শতাংশ এবং পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে তা ৬.৭ শতাংশ। আমানতকারীরা বলছেন, অন্যান্য স্কিমে সুদের হার বাড়লেও, বছরের পর বছর ধরে কমিয়ে রাখা হয়েছে পিপিএফের সুদ। অত্যন্ত জনপ্রিয় প্রকল্প রেকারিং ডিপোজিটেও সুদের হার অনেকটা কম। সাধারণ আমানতকারীদের দাবি, ওই দুই স্কিমে সুদ বৃদ্ধি করুক কেন্দ্র।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা