প্রচ্ছদ নিবন্ধ

কোথায় বিপ্লব? কখন বিপ্লব?

পাথরের দিকে দৃষ্টি নিবদ্ধ সন্ন্যাসীর। খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরে বসে আনমনা হয়ে মেঝেতে একটা বুলেট ঠুকছেন। পাশে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রিভলভারের যন্ত্রাংশ। উল্টোদিকে মোড়ায় বসে এক যুবক ক্রমাগত তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করছেন। বিদেশ-ফেরত ছেলেটার গোঁফে চকচকে ভাব। নিদাগ জামা, নিপাট ভদ্র ছেলেটার মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন—‘আপনারা বিপ্লব বিপ্লব করলেন। কী পেলেন? ‘আনন্দমঠ’ পড়া বিদ্যা আপনাদের। বিপ্লব নিয়ে কিছুই জানেন না। আপনারাও মরলেন, আমাদেরও মারলেন!’
যুবকের অনর্গল অপমান করার প্রবণতা প্রতিটি বাক্যবাণে। সন্ন্যাসী ভাবলেশহীন। বিশাল এক বেলেপাথর খাড়াভাবে দণ্ডায়মান। বিশাল বটবৃক্ষে হেলান দিয়ে রাখা। ওই বটবৃক্ষের তলায় আজও বসে বৈঠক।
তারকেশ্বরে এক রাজনৈতিক ডাকাতির পরিকল্পনা চলছে। বিপ্লবীদের গুপ্ত সংগঠন থেকে এসেছে চিরকুট। সম্মতি দিয়েছেন যতীন্দ্রনাথ। ওই পাথরের পাশে কিছুক্ষণ আগেই জ্বালিয়ে দিয়েছেন কোড ওয়ার্ড। কোনও প্রমাণ রাখা সম্ভব নয়। আগামী প্রজন্ম হয়তো যতীন্দ্রনাথকে এক বিপ্লব বিমুখ ব্যক্তিত্ব হিসেবে জানবে। ক্ষতি নেই। রাজনৈতিক ডাকাতি, ব্রিটিশ গুপ্তচর হত্যা—এমন নানা ঘটনার ঘনঘটায় আলোড়িত এক নবযুগের সূচনা হয়েছে বাংলায়। এ অগ্নিনির্ঝর সময়ের রণশিঙা যিনি বাজিয়েছিলেন, ধর্মপ্রচারের অছিলায় দেশীয় রাজাদের বিদেশি শাসনের বিরুদ্ধে বিদ্রোহের আগুন যিনি প্রজ্জ্বলিত রেখেছিলেন, সেই সন্ন্যাসীর বিপ্লব প্রচেষ্টা সম্পর্কে দেশবাসী কি কখনও জানবে? তিনি কি কেবলই এক হিন্দু সন্ন্যাসী হয়ে থেকে যাবেন ইতিহাসে?
আকাশের আলো নিভে এসেছে। প্রদীপ শিখার মতো অস্তাচলে সূর্য। রক্তিম আভা শতাব্দী প্রাচীন বটগাছের ডাল ভেদ করে এসে পড়েছে যতীন্দ্রনাথের স্নেহাস্পদ তরুণ বিপ্লবীর মুখে। এক মুহূর্তের বিভ্রমে আঁতকে উঠলেন যতীন্দ্রনাথ। এ যে বিদ্রোহী সন্ন্যাসী বিবেকানন্দ! অবিকল সেই চোখ, সেই মহাজ্ঞানের প্রকাশ রয়েছে ছেলেটার মুখাবয়বে! ভুল ভাঙল নিমেষে। তরুণ বিপ্লবী ভূপেন্দ্রনাথের পরিচয়, তিনি স্বামী বিবেকানন্দের ভাই। দাদার অনুসারি হলেও ভূপেন্দ্রনাথ দত্ত এই পরিচয়কে অপছন্দ করেন। বাংলার পবিত্র মাটিতে সামান্য এক ধূলিকণা, এতটুকুই তাঁর শংসাপত্র। স্বামীজির ভাই নন, ব্যক্তি স্বাতন্ত্র্যে ভূপেন্দ্রনাথ প্রতিষ্ঠিত এক বিপ্লবী। চান্না আশ্রমে বসেও যতীন্দ্রনাথ তাঁর সব খবর রাখেন।
একদৃষ্টে চেয়ে রইলেন মস্ত বেলে পাথরটার দিকে। স্বামী নিরালম্ব ৫ই অগ্রহায়ণ আশ্রম চান্না—পেরেক ঠুকে ঠুকে শব্দগুলি লেখা। যতীন্দ্রনাথের সন্ন্যাসী জীবনের পরিচয় স্বামী নিরালম্ব। জন্মতারিখ ৫ অগ্রহায়ণ ১২৮৪। দিনটি স্বয়ং তিনিই খোদাই করে রেখেছেন।
কেঁপে উঠল সন্ন্যাসীর ঠোঁট, ‘এই কথা আজ অরবিন্দ স্বীকার করবেন না, আমিই তাঁকে রাজনীতিতে অবতরণ করিয়েছিলাম।’ দু’জনের মুখেই কোনও কথা নেই কিছুক্ষণ। ঝিঁঝির ডাক অরণ্যের রোদনের ন্যায় ধ্বনিত হতে লাগল। খড়ি নদী নিস্তব্ধ। জলে স্রোত নেই। সাঁওতালদের গ্রামে দূর থেকে কোনও দুগ্ধাবলম্বী শিশুর কান্নার ক্ষীণ শব্দ এসে প্রকৃতিকে মোহময়ী রূপে সাজিয়ে তুলেছে। বিপ্লব প্রত্যাশী সন্ন্যাসীর দিকে নিবিষ্ট মনে চেয়ে রয়েছেন ভূপেন্দ্রনাথ। ক্ষোভ-অন্তর্দাহ কবেই অন্তর্হিত।
‘আমি তিলকের কাছে ভারতবর্ষে কংগ্রেস রাজনীতির কথা শুনতাম, বরোদায় গিয়ে অরবিন্দকে বিচার বিশ্লেষণ করে বুঝিয়ে সব বলতাম। স্বভাবসিদ্ধ ধীর-স্থির ভঙ্গিতে তিনি সব শুনে বলতেন—‘তাই নাকি? এমনটাও হয় তবে?...’
অন্তরাত্মায় অবগাহন করে যতীন্দ্রনাথ সংগ্রহ করে আনতে লাগলেন একের পর এক ইতিহাসের স্মৃতিচিহ্ন। সত্যসন্ধানী ভূপেন্দ্রনাথ মন প্রাণ দিয়ে সব শুনতে লাগলেন। অগ্নিযুগের গোড়ার কথা। মন্দ্রিত হতে লাগল অরণ্যের লতায় পাতায় আর সেই ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকা বটবৃক্ষে!
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৬.১২ টাকা১০৯.৮৭ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা