কলকাতা

ফুটপাতের উপর পার্কিং সরাতে  সিপিকে নির্দেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুটপাত দখল মুক্ত করতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে রাজ্যজুড়ে অভিযান চলছে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে উঠে এল বেআইনি পার্কিং ইস্যু। মুখ্যমন্ত্রী বলেন, শহরের রাস্তায় বেআইনি পার্কিং বেড়ে গিয়েছে। তা সবার আগেই সরাতে হবে। শুধু তাই নয়, তাঁর কথায়, ‘ফুটপাতে গাড়ি, বাইক পার্ক করে রাখা হচ্ছে। কেন পুলিস সেটা দেখবে না।’ কলকাতার পুলিস কমিশনার বিনীতকুমার গোয়েলকে উদ্দেশ করে মমতার কড়া নির্দেশ, ‘কোনও ফুটপাতে যেন গাড়ি পার্কিং করা না হয়।’
পার্কিং ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রকাশ পেয়েছে পুলিসের বিরুদ্ধে চরম ক্ষোভ। তিনি বলেন, ‘পুলিস টাকা নিয়ে বেআইনি পার্কিংকে প্রশ্রয় দিচ্ছে। আমার কাছে সব খবর আছে। কে, কোথায় টাকা নিয়ে বেআইনি পার্কিং চালায়।’ পুলিসকে ভর্ৎসনার পাশাপাশি তিনি নিশানা করতে ছাড়েননি নেতা-নেত্রীদের একাংশকেও। মমতা বলেন, ‘নেতাদের সঙ্গে নিয়ে এই বেআইনি পার্কিং চালানো হচ্ছে। পুলিসকে নির্দেশ দিচ্ছি। সব বেআইনি পার্কিং ভেঙে ফেলতে হবে।’
মুখ্যমন্ত্রী যখন ফুটপাত দখল হটানো ইস্যুতে কড়া, তখনই পার্ক স্ট্রিট থানার সামনেই ‘দখল’ হয়ে গিয়েছে আম জনতার ফুটপাত। দীর্ঘদিন ধরে সেখানেই ফেলে রাখা হয়েছে বিভিন্ন মামলা সংক্রান্ত গাড়ি, বাইক। তার মধ্যে চলছে ফুটপাত মেরামতির কাজ। বাধ্য হয়েই রাস্তা দিয়ে হাঁটছেন সাধারণ মানুষ। পার্কস্ট্রিট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল। তার সামনের ফুটপাতে জুড়ে রয়েছে অবৈধ পার্কিং। সার দিয়ে দাঁড় করানো থাকছে স্কুটার, বাইক। খোদ পুলিস কমিশনারের বাসস্থানের কাছেই এমন বেআইনি পার্কিংয়ের রমরমা কেন? উঠছে প্রশ্ন। শুধু পার্ক স্ট্রিট নয়, ময়দান মার্কেটের সামনে জওহরলাল নেহরু রোডের উপর চলছে বেআইনি পার্কিং। একইসঙ্গে উত্তর কলকাতায় গ্যালিফ স্ট্রিটেও ফুটপাতের উপর বাইক পার্ক করে রাখার ছবি প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, টালিগঞ্জ থেকে করুণাময়ী যাওয়ার পথে ডানহাতে মেট্রো দেওয়াল বরাবর ফুটপাত থাকলেও তা চোখে পড়ে না। কারণ, কয়েকশো মিটার ফুটপাত বাইক, সাইকেলের পার্কিংয়ে ভরা। যা সম্পূর্ণভাবে বেআইনি। সেখানের তিনটি পার্কিং এলাকা থেকে বেআইনিভাবে টাকা তোলা হয়। 
বেআইনিভাবে গাড়ি, বাইক পার্ক করে জায়গা দখলের পরিবর্তে আইনি পর্যায়ে বিষয়টি ভাবনাচিন্তা করার জন্য কলকাতা পুলিস ও পুরসভাকে নির্দেশ দিয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধান। তাঁর কথায়, ‘বেআইনি পার্কিং থেকে প্রচুর টাকা উঠছে। আমার কাছে খবর রয়েছে। কেন কাউকে বেআইনিভাবে টাকা তোলার রাস্তা করে দেব।’ নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘আলিপুরে যেমন পার্কিংয়ের জন্য সম্পন্ন তৈরি করা হয়েছে, তেমনই শহরে আরও পাঁচ-সাতটি এধরনের পার্কোম্যাট তৈরি করা হোক। তার জন্য জমি খুঁজতে হবে।’ সংশ্লিষ্ট দপ্তরকে সেই নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। হাতিবাগান, নিউ মার্কেট, গড়িয়াহাট চত্বরে এধরনের একছাদের তলায় পার্কিং ব্যবস্থার উপর জোর দিতে বলেছেন মমতা। 
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা