কলকাতা

গড়িয়া-সোনারপুর-বজবজ-ঘটকপুকুর: ফুটপাথ ও রাস্তা থেকে সরানো হল জবরদখল

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও সংবাদদাতা, বজবজ: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুর কর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন। বেআইনি জবরদখল নিয়ে ধমকও দিয়েছিলেন। তারপর বৃহস্পতিবার সকাল থেকে রাজপুর-সোনারপুর পুরসভার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ফুটপাত ও রাস্তা জুড়ে বসা জবরদখলকারীদের সরানোর অভিযান শুরু হয়। প্রথমে ঠিক ছিল এদিনই যতটা সম্ভব সরিয়ে দেওয়া হবে হকারদের। সেই অনুযায়ী কাজ অনেকটা এগিয়ে গিয়েছিল। কিন্তু দুপুরে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কাজ বন্ধ করে দেওয়া হয়। এর পাশাপাশি এদিন সকাল ১০টা থেকে গড়িয়া বাজারে মেট্রোর উল্টোদিকের ফুটপাতে থাকা সব্জি, ফল ও চায়ের দোকানের অস্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়। ব্যবসায়ীদের দোকানের সামগ্রী সরিয়ে নিতে সময় দিয়েছিল পুরসভা। সে কাজ শেষ হওয়ার পর জেসিবি দিয়ে কাঠের ও লোহার কাঠামো ভেঙে ফুটপাত পরিষ্কার করার কাজ শুরু হয়। মহামায়াতলা হিন্দুস্তান মোড়ে যে দোকানগুলি রাস্তার ধারে বসেছিল তারা দোকান ঘর ভ্যানে তুলে অন্যত্র নিয়ে চলে যান। গড়িয়া পাঁচ নম্বর বাসস্ট্যান্ডের ফুটপাথ ধরে একাধিক হকার ব্যবসা করেন। তারা এদিন সকাল থেকে মালপত্র সরিয়ে নিতে শুরু করেছিলেন। গড়িয়া মোড়ের হকাররাও দোকান খুলে নিতে শুরু করেন। তারপর সেখানে কাঠামো ভাঙা হয়। অন্যদিকে, পুরসভার অভিযানের আগেই সোনারপুর ফ্লাইওভারের নীচে থাকা ছোট দোকানদাররা তাঁদের সামগ্রী সরিয়ে ফেলেন। সোনারপুর বাজারের একটি অংশে রাস্তার ধারে বসে ফলপট্টি। সেই কাঠামো জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়। পুরসভার উদ্যোগে যখন এই কাজ হচ্ছে তখন ওই বাজার চত্বরে মানুষের ব্যাপক ভিড় দেখা দিয়েছিল। ভাঙার কাজ শেষ হতেই ব্যবসায়ীরা একজোট হয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, বুধবার বিকেলে মাইকিং করে দোকান সরিয়ে ফেলার কথা ঘোষণা করা হয়। আর এদিন সকালেই অভিযান শুরু করে দোকান ভাঙা হয়েছে। কীভাবে সংসার চলবে তা নিয়েই এখন চিন্তা ব্যবসায়ীদের। কেউ বলেন, কুড়ি বছর ব্যবসা করছেন। কার‌ও ৩০ বছরের দোকান। সরকার হকারদের রাস্তা থেকে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। হকাররা পুনর্বাসনের দাবি জানিয়েছে। সোনারপুর ফ্লাইওভারের নীচে বৈদ্যুতিক যন্ত্র সারাইয়ের দোকান রয়েছে ভারতী বিশ্বাস নামে এক মহিলার। তিনি ও তাঁর স্বামী মিলে ওই দোকান চালান। ভারতীদেবী বলেন, দশ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছি। দোকান করতে দেওয়ার জন্য স্থানীয় নেতাদের একাংশ এক লক্ষ টাকা নিয়েছিলেন। এখন দোকান তুলে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা কোথায় যাব জানি না। গড়িয়া বাজারের ব্যবসায়ী দীপশিখা পাত্র, আশিস চক্রবর্তী, মালতি শীলদের অভিযোগ, হঠাৎ করে দোকান তুলে দিতে বললে আমরা কী করে সংসার চালাব? বিকল্প ব্যবস্থা করা না হলে আমাদের পথে বসতে হবে। এদিনের এই জবরদখল সরানোর প্রসঙ্গে রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো যাঁরা বেআইনিভাবে ফুটপাত ও অন্যান্য জায়গায় দখল করে দোকান করছেন তাঁদের আমরা সরিয়ে দিচ্ছি এবং এলাকা পরিষ্কার করা হচ্ছে।’
অন্যদিকে বজবজ চড়িয়াল সেতু ও সড়কের উভয় দিক ভ্রাম্যমাণ হকারদের জবরদখলে ছিল। তাদের সরিয়ে দেওয়া হয় এদিন। এছাড়াও বজবজের নন্দনপুর থেকে কুইন সিনেমা ভায়া প্যারিস্টার মোড় এবং চৌরাস্তা, ইউসুফ সাফুই রোডে জবরদখলকারীদের তুলে দেয় পুলিস। পাশাপাশি বাসন্তী হাইওয়ের উপর ঘটকপুকুরের ফুটপাতও হকার মুক্ত করা হয়েছে।
সোনারপুর মোরে চলছে দখল মুক্ত অভিযান। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা