কলকাতা

‘ছেলেধরা’ গুজব ঠেকাতে কৌশল বদল করল পুলিস

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ছেলেধরা ও অঙ্গ পাচারের গুজব থামাতে চেষ্টায় খামতি রাখছে না পুলিস। মাইকিং করে এলাকায় এলাকায় সচেতনতা প্রচারের পাশাপাশি চলছে ব্যপক ধরপাকড়। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো এবং সেই গুজবে ভর করে গণপিটুনির একাধিক ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিসকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, গুজব ছড়ালে কেউ পার পাবে না। তারপরও থামছে না গুজবের গতি! শুক্রবার সন্ধ্যায় অশোকনগরে ভুরকুণ্ডার পুমিলাবাজারে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। সেই ঘটনায় জড়িত অভিযোগে মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। এতসবের পরও গুজবের গতি ও প্রভাব না কমায় চিন্তা বাড়ছে পুলিসের। এই অবস্থায় গুজবের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারের কৌশলে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে পুলিস। 
প্রশাসন মনে করছে, শহরাঞ্চল এবং গ্রামীণ এলাকার মধ্যে গুজব ছড়ানোর ধরনে কিছু পার্থক্য রয়েছে। তার কারণ, গ্রামীণ এলাকার মানুষজন সাধারণত সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েন কৃষিকাজ সহ অন্যান্য কাজে। বিকেলের দিকে তাঁরা অবসর পান। এসে বসেন পাড়ার মোড়ে চায়ের দোকানে। সন্ধ্যা নামলে জায়গায় জায়গায় জটলা আর আড্ডা জমে ওঠে। এসব জটলায় এখন ‘হট টপিক’ হয়ে উঠেছে ছেলেধরা গুজব। ওই অবস্থায় কোনও অপরিচিত মানুষকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখলে বা কিছুটা অস্বাভাবিক মনে হলে সবার সন্দেহ গিয়ে পড়ছে তাঁর উপর। দেওয়া হচ্ছে গণপিটুনি। তাই গ্রামীণ এলাকায় বিকালের পর প্রচারে বাড়তি জোর দিচ্ছে পুলিস। বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, ‘গুজব ছড়ানোর বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নিচ্ছি। বারাসত শহরে সকালের দিকে প্রচারে বাড়তি গুরুত্ব দিচ্ছি। কিন্তু গ্রামীণ এলাকায় বিকেলের দিকে প্রচারে জোর দেওয়া হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য বা অন্য কোনও স্তরের জনপ্রতিনিধিকে সচেতনতা প্রচারে শামিল করতে বলা হয়েছে। পাশাপাশি, বিভিন্ন ক্লাবের সদস্য ও অঙ্গনওয়াড়ির কর্মীদের গুজবের বিরুদ্ধে প্রচারে নামানো হবে। অন্যায় করলে কেউ পার পাবে না।’ 
5d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা