খেলা

ব্যর্থ ম্যাক্সওয়েলের লড়াই! মধুর প্রতিশোধ নিয়ে আশা জিইয়ে রাখল আফগানিস্তান

সেন্ট ভিনসেন্ট, ২৩ জুন: দিনটি ছিল নভেম্বরের ৭ তারিখ। সাল ২০২৩। ভারতের মাটিতে দাঁড়িয়ে  বিশ্বকাপের(৫০ ওভার) গুরুত্বপূর্ণ ম্যাচে একা হাতে লড়ে দলকে জিতিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। বড় রান তুলেও জিততে পারেনি আফগানিস্তান। ডবল সেঞ্চুরি হাঁকিয়ে রশিদ খানদের হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন এই অজি তারকা। ঠিক সেই ম্যাচের কয়েকমাস পরে ঘটল উলটপুরাণ। একা হাতে ম্যাচ জেতানোর চেষ্টা করেও এবার ব্যর্থ হলেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের(২০ ওভার) মঞ্চেই মধুর প্রতিশোধ নিল আফগানরা। আজ, রবিবার টি-২০ বিশ্বকাপের সুপার এইটে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। ব্যাট করতে নেমে বড় রানের ইনিংস খেলেন আফগানিস্তানের ওপেনিং জুটি। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদান। এই জুটিতে ওঠে ১১৮ রান। এর মধ্যে গুরবাজ করেন ৪৯ বলে ৬০ রান। হাঁকান ৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। অপরদিকে ইব্রাহিম জাদরান এদিন খেললেন ৪৮ বলে ৫১ রানের ইনিংস। তাঁর ব্যাট থেকে এসেছে ৬টি চার। এই দুই ওপেনারের ব্যাটের উপর নির্ভর করেই অস্ট্রেলিয়াকে কুপোকাত করতে তৎপর হন রশিদরা। কিন্তু বাধ সেধে অজিদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন প্যাট কামিন্স। ১৮ তম ওভারে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন আফগানিস্তানের অধিনায়ক রশিদকে। এরপর আবার শেষ ওভারে হ্যাটট্রিক করে আফগানিস্তানকে ১৪৮ রানে আটকে দেন কামিন্স। পাশাপাশি এদিনের ম্যাচে রেকর্ডও­ গড়ে ফেললেন অজি এই পেসারটি। টি-২০ বিশ্বকাপে পরপর দু’বার হ্যাটট্রিক করা প্রথম বোলার হিসেবে নজির গড়েন তিনি। তবে দুর্ভাগ্য অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ের জেরে কামিন্সের এই দুর্দান্ত বোলিং ম্লান হয়ে গেল। ১৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ধরাশায়ী হয়ে যায় অজি ব্যাটাররা। ওপেনিং  দুই ব্যাটার ওয়ার্নার ও ট্রাভিস হেড দু’জনেই ব্যর্থ। মিডল অর্ডারে অধিনায়ক মার্শ ও স্টোইনিসও ভালো রান করতে পারেননি। যদিও একা ম্যাক্সওয়েলই লড়েছেন রশিদদের বিরুদ্ধে। এদিন ৪১ বলে ৫৯ রানের সুন্দর ও দায়িত্ববান একটি ইনিংস উপহার দেন তিনি। যদিও তাতে লাভ কিছু  হয়নি। আফগানিস্তানের বোলিংয়ের সামনে কার্যত মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং। ১২৭ রানেই থমকে যায় মার্শরা। আফগানিস্তানের কাছে ২১ রানে হারল অস্ট্রেলিয়া। আজকের ম্যাচে আফগানিস্তানের সফলতম বোলার গুলবাদিন নাইব। চার ওভার বল করেন তিনি।  আর ২০ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। অন্যদিকে, ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নবীন উল হক। আজ, রবিবার আফগানিস্তানের এই জয়ের পর ভারতদের গ্রুপ থেকে কে সেমিফাইনালে যাবে সেই নিয়ে পূর্বনির্ধারিত সব হিসেব গোলমাল হয়ে গেল।  
5d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা