খেলা

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নই উদ্দীপ্ত করছে হিটম্যানকে

জর্জটাউন: কাপযুদ্ধের চলতি আসরে চাপের মুখে একবারও ভেঙে পড়েনি ভারত। বরং লড়াকু মানসিকতার পরিচয় রেখেছে। আর তাতেই ভরসা রাখছেন অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে নামার চব্বিশ ঘণ্টা আগে প্রচারমাধ্যমকে তিনি বলেছেন, ‘অতীতে ব্যর্থ হওয়ার ভয় ও দুর্ভাগ্যের কাছে বশ মেনেছি আমরা। এবার সকলেই ইতিবাচক। জয়ের ছন্দ ধরে রাখতে প্রত্যেকে মরিয়া। প্রতিকূল পরিস্থিতিতেও রীতিমতো ভালো খেলছি আমরা।’ বিশ্বকাপ জেতা যে তাঁর স্বপ্ন, সেটাও পরিষ্কার করে দিয়েছেন হিটম্যান। তাঁর কথায়, ‘দেশের হয়ে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখি। সেটাই প্রেরণা জোগায়।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় জয়ে ব্যাটসম্যান ও বোলারদের মনোবল বেড়েছে বলে জানিয়েছেন রোহিত। মিচেল মার্শদের হারানোর তাৎপর্য কী? মজার সুরে ভারত অধিনায়কের চটজলদি উত্তর, ‘এই প্রতিযোগিতায় আর অস্ট্রেলিয়া নেই, ওরা বিদায় নিয়েছে!’ এরপর নিজের ক্রিকেট দর্শন পরিষ্কার করে দিয়ে রোহিতের মন্তব্য, ‘বিন্দাস ক্রিকেট খেলাই লক্ষ্য। আমাদের কাছে ব্যক্তিগত স্কোর ও সাফল্যের কোনও গুরুত্ব নেই। বাংলাদেশ ম্যাচই এর সেরা উদাহরণ। মাত্র একজন পঞ্চাশ করেছিল আমাদের। তারপরও ১৯৬ রান তুলেছিলাম।’
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক ভারতীয় দলের বিরুদ্ধে বল-বিকৃতির অভিযোগ এনেছেন। তা উড়িয়ে দিয়ে রোহিতের সাফ কথা, ‘এখানে প্রচণ্ড গরম। পিচও শুকনো। এমন আবহে রিভার্স সুইং হবে না তো কোথায় হবে? এখানকার কন্ডিশনের জন্যই ১২-১৫ ওভার থেকে রিভার্স হচ্ছে। শুধু আমাদের নয়, সব দলই রিভার্স করাচ্ছে। উল্টোপাল্টা না বকে কী বলছি, সেটাও ভাবা উচিত।’
এই আসরে একেবারেই ছন্দে নেই বিরাট কোহলি। ছয় ম্যাচে তিনি করেছেন মোটে ৬৬ রান। বুধবার তাঁকে দেখা গেল সবার আগে ব্যাট হাতে ক্রিজে যেতে। রানে ফিরতে তিনি উদগ্রীব, স্পষ্ট শরীরী ভাষায়। অধিনায়ক রোহিত অবশ্য পাশে দাঁড়াচ্ছেন ওপেনিং পার্টনারের। আবার ঋষভ পন্থের রিভার্স সুইপ মারতে গিয়ে বারবার আউট হওয়া নিয়েও তিনি চিন্তিত নন। হিটম্যানের কথায়, ‘কন্ডিশন অনুসারে খেলতে হবে আমাদের। তবে প্রত্যেক খেলোয়াড়ের সিদ্ধান্তের উপর ভরসা রয়েছে দলের। পন্থ রিভার্স সুইপের চেষ্টা করছে। বিরাট শট খেলছে। ম্যাচ চলার সময় এসব নিয়ে কথা বলার অবকাশ থাকে না। এখন আলোচনা হতেই পারে।’
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা