খেলা

লড়েও বিদায় ইউক্রেনের, পরের রাউন্ডে বেলজিয়াম

স্টুটগার্ট: ইউরোকে কেন্দ্র করে আশায় বুক বেঁধেছিল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। ফুটবলের মধ্যে দিয়ে দেশবাসীকে কিছুটা আনন্দ দিতে চেয়েছিলেন ইয়ারেমচুক-জিনচেঙ্কোরা। প্রথম ম্যাচে রোমানিয়ার কাছে হারলেও স্লোভাকিয়ার বিরুদ্ধে জয় তুলে নিয়েছিলেন আন্দ্রে শেভচেঙ্কোর উত্তরসূরিরা। সেই সঙ্গে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের আশা জিইয়ে রাখে রেবরোভের ছেলেরা। তবে বুধবার বেলজিয়ামের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেও ড্রয়েই সন্তুষ্ট থাকতে হল ইউক্রেনকে। সেই সঙ্গে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের নিরিখে গ্রুপের বাকি তিন দলের থেকে পিছিয়ে থাকায় ইউরো থেকে বিদায় নিতে হল তাদের। নক-আউটের টিকিট না পেলেও এদিন ইউক্রেনের লড়াই মন জিতে নিল ফুটবল অনুরাগীদের। অন্যদিকে, আরও একবার ছন্নছাড়া ফুটবলের মধ্যে দিয়ে কোনওক্রমে হার বাঁচাল বেলজিয়াম। তার ফলে গ্রুপ ই’তে রানার্স হয়ে পরের রাউন্ডে পৌঁছলেন ডি ব্রুইনরা।
প্রথম দু’ম্যাচে তিনবার জাল কাঁপিয়েও গোলের খাতা খুলতে পারেননি রোমেলু লুকাকু। প্রতিবারই অফ-সাউডের কারণে তা বাতিল হয়। শুধু তাই নয়, একাধিক সহজ সুযোগ নষ্ট করেন বেলজিয়াম তারকা। বুধবারও তার কোনও পার্থক্য ঘটল না। এরপরই প্রশ্ন উঠে, এভাবে সুযোগ নষ্টের পরেও আর কতদিন তাঁকে বয়ে বেড়াবে বেলজিয়াম?
ধারেভারে বেলজিয়ামের থেকে অনেকটাই পিছিয়ে ইউক্রেন। তাই তাদের প্রথম লক্ষ্য ছিল ম্যাচ না হারা। পক্ষান্তরে, জয়ের লক্ষ্যে শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে বেলজিয়াম। প্রথম দু’টি ম্যাচে বেলজিয়ামের মাঝমাঠের পারফরম্যান্স নিয়ে উঠেছিল অনেক প্রশ্ন। সেই রোগ এদিনও পুরোপুরি সারল না। বরং ডোভায়েক-ইয়ারেনচুকরা প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে লিড নিয়ে বিরতিতে মাঠ ছাড়তে পারত ইউক্রেন। বিরতির পরেও ম্যাচের চালচিত্রে খুব একটা পার্থক্য ঘটেনি। একের পর এক সুযোগ নষ্ট করে বেলজিয়াম। আর ইউক্রেন গোলের জন্য লড়াই চালায়। তবে কোনও দলই বল জালে জড়াতে পারেনি।
গ্রুপের অপর ম্যাচে স্লোভাকিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করল রোমানিয়া। সেই সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে পৌঁছল তারা। ২৪ মিনিটে ওন্ড্রে ডুডার গোলে এগিয়ে যায় স্লোভাকিয়া। তবে ৩৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান রাজভান মারিন।
ইউক্রেন- ০                :              বেলজিয়াম- ০
স্লোভাকিয়া- ১            :                রোমানিয়া- ১
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা