খেলা

খুব বাজে খেলেছি আমরা: কোম্যান

ডর্টমুন্ড: মুখাবরণ পড়েই মঙ্গলবার পোল্যান্ডের বিরুদ্ধে গোল করেছেন কিলিয়ান এমবাপে। ইউরোতে এটাই তাঁর প্রথম লক্ষ্যভেদ। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে বড় আসরে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ১৩। উল্লেখ্য, ১৯৫৮ বিশ্বকাপে কিংবদন্তি জাঁ ফঁতে একাই সমসংখ্যক গোল করেছিলেন। এখন এমবাপের সামনে রয়েছেন শুধু মিশেল প্লাতিনি (১৪)। চলতি আসরেই তাঁকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে এমবাপের সামনে। 
মঙ্গলবার পোল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করায় গ্রুপ ‘ডি’র দ্বিতীয় দল হিসেবে নক-আউটে উঠেছে ফ্রান্স। সোমবার তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। মাত্র ২৫ বছর বয়সে দেশের হয়ে ৪৮ গোল করে ফেলা এমবাপেই ভরসা দিচ্ছেন ফরাসিদের। অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই নাক ভেঙেছিল তাঁর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে পারেননি। তবে পোল্যান্ডের বিরুদ্ধে নাকে ‘মাস্ক’ পরেই নামেন এমবাপে। গোল করলেও মুখাবরণ যে সমস্যার সৃষ্টি করেছে, তা মানছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশ। তিনি বলেছেন, ‘মাস্কের সঙ্গে মানিয়ে নিতে হবে এমবাপেকে। ঘাম চোখে পড়ায় অসুবিধা হচ্ছে খুব। চোখ মুছতে হচ্ছে বারবার। তবে ও খেলতে মরিয়া। গোল করায় আত্মবিশ্বাসও বেড়েছে।’
প্রি-কোয়ার্টার ফাইনালের আগে ফ্রান্সের পারফরম্যান্স নিয়ে দেঁশর বিশ্লেষণ, ‘একেবারেই হতাশ নই। প্রচুর সুযোগ তৈরি হয়েছে। প্রথমে গোল করে লিডও নিয়েছিলাম। শেষ পর্যন্ত আমরা লড়াই ছাড়িনি। গ্রুপটা ছিল রীতিমতো কঠিন। এই গ্রুপে প্রথম হওয়ার যোগ্যতা আমাদের ছিল না। দ্বিতীয় হওয়ার মতোই খেলেছি আমরা। তবে নক-আউটে নতুনভাবে শুরু হচ্ছে প্রতিযোগিতা। আমাদের উন্নতির পথে থাকতে হবে।’ মঙ্গলবার অস্ট্রিয়ার কাছে ২-৩ ব্যবধানে হারলেও এই গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে নেদারল্যান্ডস। দলের খেলায় অবশ্য কোচ রোনাল্ড কোম্যান রীতিমতো বিরক্ত। তিনি বলেছেন, ‘আমাদের প্রচুর ভুল হয়েছে। সাধারণত, ডাচ রক্ষণ শক্তপোক্ত থাকে। খুব বেশি গোল হজম করতে হয় না। এই ম্যাচে অবশ্য উল্টোটাই হয়েছে। খুব বাজে খেলেছি আমরা। ওদের দ্বিতীয় ও তৃতীয় গোল তো হেলায় হয়েছে।’ নক-আউট পর্ব নিয়ে কোম্যানের মন্তব্য, ‘অনেক উন্নতি করতে হবে। তবে ছেলেদের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।’
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা