খেলা

জয়ী ডায়মন্ডহারবার, খিদিরপুর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল ডায়মন্ডহারবার এফসি। বৃহস্পতিবার বিধাননগর সেন্ট্রাল পার্কে ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারাল কিবু ভিকুনার ছেলেরা। ম্যাচে জোড়া গোলে  জবি জাস্টিনের। ইউনাইটেডের একমাত্র গোলটি দীপেশ মুর্মুর। এছাড়া আর্মি রেডকে ৬ গোলের মালা পরাল এরিয়ান। ম্যাচে জোড়া গোল বিশ্বজিৎ মুর্মুর। এছাড়া স্কোরশিটে নাম তোলেন সৌরভ হাঁসদা, বিক্রম খান, বাপি বর্মণ ও রাজু ওঁরাও। উল্লেখ্য, এবারের লিগে প্রথম একাদশে চারজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক। তবে এদিন সেনা দলটি তিনজন বাঙালি ফুটবলার নিয়ে মাঠে আসে। তাই পুরো ম্যাচ ১০ জনে খেলতে হয় তাদের। কালীঘাট এমএসকে ২-১ গোলে হারায় সুরুচি সংঘ। জোড়া গোলে নায়ক বাবলু ওঁরাও। সাদার্ন সমিতির বিরুদ্ধে ২-১ গোলে জিতল বিএসএস। বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন সুকুমার সর্দার ও শুভঙ্কর দাস। সাদার্নের একমাত্র গোলটি সতীশ হাওয়ালদারের। জেকবের গোলে মেসারার্স ক্লাবকে বশ মানায় খিদিরপুর(১-০)।
এদিকে, কলকাতা লিগের প্রথম একাদশে মাত্র চারজন ভূমিপুত্র খেলানোর সিদ্ধান্তের সমালোচনায় মুখর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘অতীতে কলকাতা লিগ থেকেই মূলত খেলোয়াড় উঠে আসত। তবে প্রথম একাদশে সাতজন ভিনরাজ্যের খেলোয়াড় খেললে বাঙালি ফুটবলার কীভাবে উঠে আসবে? প্রয়োজন আরও বেশি ভূমিপুত্র খেলানো।’
 চুঁচুড়ায় আয়োজিত লিগের ম্যাচ।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা