বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য
 

কাটাছেঁড়া ছাড়াই হার্টে ফুটোর অপারেশন!

হার্টে একটা ফুটো নিয়েই যেখানে ভয়ে, দুশ্চিন্তায় একশেষ হতে হয়, সেখানে একটি নয়, দু’-দুটো ফুটো ছিল অর্চনা বাগের। চিকিৎসা পরিভাষায় যার পোশাকি নাম এরটেরিয়াল সেপ্টাল ডিফেক্ট এবং পেটেন্ট ডাকটাস আর্টেরিওসাস। সদ্য কিছুদিন ধরেই অস্বস্তিতে ছিলেন বছর ৩১-এর অর্চনা। বুক ধড়ফড় করছিল। সিঁড়ি ভাঙলে বা পরিশ্রম হলে বুকে চাপ অনুভব হচ্ছিল। মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অল্প হাঁটাহাঁটি করলেও হাঁফ ধরছিল । বুকে ব্যথা নিয়ে আসেন নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে। সেখানে ধরা পড়ে হার্টে দু’টি ফুটো রয়েছে। যাদের একটির ব্যাস ৩৩ মিলিমিটার ও অন্যটির ৩.৫ মিলিমিটার। রিপোর্টে বেশ ভয় পেয়ে যান অর্চনা। চিকিৎসক আদিল ওয়াসিল জানান, এমন ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করা হয়, যা মেজর সার্জারির মধ্যে পড়ে। এ কথা শুনেই নার্ভাস হয়ে পড়েন অর্চনা। তবে তাঁকে আশ্বস্ত করেন চিকিৎসকরাই। বি.পি. পোদ্দার হাসপাতালের আধুনিকতম ক্যাথল্যাবেই হয় অর্চনার চিকিৎসা। সেখানে ওপেন হার্ট সার্জারি করার প্রয়োজনই পড়েনি। বরং অ্যাঞ্জিওপ্লাস্টি যেভাবে হয়, সেভাবেই হাতের শিরার মধ্যে দিয়ে যন্ত্র প্রবেশ করিয়ে চিকিৎসা হয়। এতে রক্তপাত কম হয়। ব্যথাও প্রায় থাকে না। চিকিৎসার পরের দিনই হাসপাতাল থেকে ছাড়া পান অর্চনা। এই প্রসঙ্গে বি.পি. পোদ্দার হাসপাতালের গ্রুপ অ্যাডভাইজার সুপ্রিয় চক্রবর্তী বলেন, ‘সর্বাধুনিক চিকিৎসা পরিষেবার মাধ্যমে রোগীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য প্রদানের দিকে আমরা প্রতি মুহূর্তে যত্নবান। তারই ফল এই ধরনের চিকিৎসা।’

18th     April,   2024
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ