বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য
 

সর্দি-কাশির ধাত?
সমাধানে হোমিওপ্যাথি

পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ রথীন চক্রবর্তী।

অ্যাকোনাইট:  হঠাৎ ঠান্ডা লেগে নাক দিয়ে জল ঝরা, হালকা জ্বর, বুকে চাপ বোধ, গলায় অস্বস্তি এবং জল তেষ্টা পাওয়া, দুশ্চিন্তায় ভোগার সমস্যা থাকলে এই ওষুধ ভালো কাজ করে। 
অ্যান্টিম টার্ট: সর্দি একটু বসে গিয়েছে, শ্বাস নিতে গিয়ে ঘড়ঘড় করে আওয়াজ হচ্ছে, এমন হলে অ্যান্টিম টার্ট ওষুধটি ভালো কাজ করে। 
আর্সেনিক: শীতকালে দেখা যায় রাত্রিবেলা রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, ঘুম থেকে উঠে বসে থাকতে হচ্ছে। এমন ক্ষেত্রে রোগীকে আর্সেনিক ওষুধটি দিলে খুব ভালো কাজ হয়। ডাস্ট অ্যালার্জি যাঁদের আছে, তাঁরা এই সময় সতর্ক থাকুন। তাঁরা নিন অ্যালিয়াম সিপা।
ব্যাসিলিনাম: শীতকালে ত্বকের সমস্যা দেখা যায়। বিশেষ করে খুশকি। খুশকি এবং তার সঙ্গে সর্দিকাশি হলে তা হোমিওপ্যাথির চোখে আলাদা ধরনের সমস্যা। রোগীকে ব্যাসিলিনাম দিলে দুই সমস্যাই কমে।
ক্যালি মিউর এবং ফেরাম ফস: বাচ্চাদের চট করে সর্দি বুকে বসে গেলে একবার ক্যালি মিউর আর একবার ফেরাম ফসের চারটে করে ট্যাবলেট দিনে দু’বার দিলে ভালো কাজ হয়। নিউমোনিয়ার পরিস্থিতি এড়াতে ভালো কাজ করে ওষুধ দু’টি। 
ব্রায়োনিয়া: শীতকালে ঠান্ডা লেগে জ্বর হলে, জলতেষ্টা খুব বেশি পেলে, স্টুল খুব শক্ত হলে ভালো কাজ করে। 
স্পঞ্জিয়া: বুকে সর্দি বসে গিয়ে সাঁই সাঁই শব্দ হলে সেক্ষেত্রে রোগীকে স্পঞ্জিয়া দিলে খুব ভালো কাজ হয়।
হিপার সালফ: গলায় ব্যথা, সবসময় শীত শীত ভাব থাকলে রোগীকে হিপার সালফ দিলে উপকার হয়।
লিখেছেন সুপ্রিয় নায়েক

15th     December,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ