বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
হ য ব র ল
 

গ ল্প বে লা

সম্প্রতি শীতের মিষ্টি সকালে ভারতীয় জাদুঘরে অনুষ্ঠিত হল  ‘বন্ধু’ আয়োজিত ‘গল্পবেলা ২০২৩’। এদিন বিভিন্ন স্কুল, আবৃত্তিচর্চা কেন্দ্র ও শিশু-নাট্যদলের আড়াইশোরও বেশি কচিকাঁচা এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। সারাদিনব্যাপী অনুষ্ঠানে তাদের জন্য ছিল নানান আয়োজন— গল্প শোনা, গল্প বলা, গল্পের প্রতিযোগিতা, গল্পের কর্মশালা, ক্যামেরায় গপ্প, জাদুঘরের গপ্পো, গানে গানে গপ্প, ছোটদের গপ্প বলার আসর, পুতুল নাচ, ছোটদের নাট্যদলের নাটক এবং আরও অনেক কিছুই। ভালো লাগল ‘চেতলা কৃষ্টি সংসদ’ নিবেদিত পিনাকী গুহ রচিত-নির্দেশিত ‘ইচ্ছেমতো’ নাটকটি। যেখানে বড়দের শাসন আর ইচ্ছেপূরণের চাপে হাঁসফাঁস করা শিশুমনের অনেক না জানা কথা আর ইচ্ছে প্রকাশিত হল! অর্ণা শীলের তত্ত্বাবধানে অত্যন্ত মনোগ্রাহী পরিবেশনের মাধ্যমে ছোটরা সমবেতভাবে শোনাল জয়া মিত্রের লেখা ‘ভালো রাক্ষসের গল্প’। সুকুমার রায়, লীলা মজুমদার, সঞ্জীব চট্টোপাধ্যায়, নবনীতা দেবসেনের লেখা গল্প ছোটদের শোনানোর জন্য উপস্থিত ছিলেন ঊর্মিমালা বসু, দেবশঙ্কর হালদার, সুদীপ্তা চক্রবর্তী, ব্রততী বন্দ্যোপাধ্যায়, মির্চি অগ্নি, কার্তিকেয় ত্রিপাঠী ও আরও অনেকেই। রবি ঠাকুরের নাটক ‘সূক্ষ্মবিচার’ ও ‘রোগীর বন্ধু’ শ্রুতিনাটক হিসেবে উপস্থাপন করলেন শ্রীকান্ত আচার্য ও অমিতাভ মুখোপাধ্যায়। শেষে ছিল ‘দলে গল্প বলি’, ‘দু’জনে গল্প আঁকি’, ‘দুই জমানার গল্প বলি’ ইত্যাদি প্রতিযোগিতার পুরস্কার প্রদান। ছোটদের মধ্যে মিলেমিশে কাজ করার সুস্থ মানসিকতা গড়ে তোলার উদ্দেশেই কোনও একক পুরস্কার না দিয়ে, ইচ্ছে করেই যে দলগতভাবে প্রত্যেেকটি পুরস্কার দেওয়া হয়েছে, সেজন্য ‘বন্ধু’কে ধন্যবাদ।
 —চকিতা চট্টোপাধ্যায়

5th     February,   2023
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ