বিদেশ

অশান্ত কিরগিজস্তানের বিশকেক! ভারতীয় পড়ুয়াদের জন্য জারি নির্দেশিকা

নয়াদিল্লি, ১৮ মে: আচমকাই অশান্ত হয়ে উঠল কিরগিজস্তানের রাজধানী বিশকেক। বিদেশি, বিশেষ করে ভারতীয়, বাংলাদেশী ও পাকিস্তানি পড়ুয়াদের উপর লাগাতার হামলা চালানো হচ্ছে সেই দেশে। এমনটাই অভিযোগ। ঘটনার সূত্রপাত গত ১৩ মে। সেখানকার এক বিশ্ববিদ্যালয়ে কিরগিজস্তান ও মিশরের পড়ুয়াদের মধ্যে হঠাৎই অশান্তি বেধে যায়। গোড়ায় কথা কাটাকাটি তারপর সেই গোলমাল গড়ায় হাতাহাতিতে। এরপর থেকেই সেখানকার পরিস্থিতি উত্তপ্ত ছিল। সূত্রের খবর, বিভিন্ন মেডিক্যাল ইউনিভার্সিটির হস্টেলে ঢুকে ঢুকে হামলা চালাতে থাকে দুষ্কৃতীরা। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, এক মেডিক্যাল ইউনিভার্সিটির হস্টেলে ঢুকে পাকিস্তানি পড়ুয়াদের বেধরক মারধর করে একদল দুষ্কৃতী। এর ফলে মৃত্যুও হয় চার পাকিস্তানি পড়ুয়ার। যদিও তাঁদের মৃত্যু নিয়ে পাক সরকারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। অন্যদিকে, কিরগিজস্তানের বর্তমানে পরিস্থিতি নিয়ে সেখানে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, ‘আমরা পড়ুয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বর্তমানে অবশ্য কিরগিজস্তানের পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। তবে পড়ুয়াদের আপাতত বাড়িতেই থাকতে বলা হচ্ছে। কোনও সমস্যা হলে, ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হচ্ছে।’ ওই একই বার্তা দিয়েছে কিরগিজস্তানে অবস্থিত পাকিস্তানের দূতাবাসও। গোটা বিষয়টি নজরে রেখেছে ভারতের বিদেশমন্ত্রক। এই বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ‘বিশকেকের গোটা পরিস্থিতর উপর নজর রাখছি আমরা। আপাতত সেখানকার পরিস্থিতি শান্ত হচ্ছে। দূতাবাসের সঙ্গে রোজ যোগাযোগ রাখার জন্য ভারতীয় পড়ুয়াদের আর্জি জানাচ্ছি।’ 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা