বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পূর্ব রেলে ২০০ ট্রেনের গতি বৃদ্ধি, পৌনে দু’ঘণ্টা পর্যন্ত বাঁচবে সময়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েকমাসে লাগাতার সংস্কার কাজ চলছে। তার জেরে একাধিক ট্রেন বাতিল এবং সময়সূচিরও পরিবর্তন হয়েছে। যার জেরে যাত্রীদের বিরক্তি চরমে। পূর্ব রেলের শিয়ালদহ-হাওড়া ডিভিশনের যাত্রীরা সময়মতো ট্রেন পান না। এবার পূর্ব রেলের চারটি ডিভিশনে ট্রেন পরিষেবার মান বাড়বে বলে দাবি জানালেন আধিকারিকরা।  তাঁদের দাবি, করোনার পর শুক্রবার পূর্ব রেলের ট্রেনের টাইম টেবিল ছাপার আকারে প্রকাশিত হল। এক অক্টোবর, রবিবার থেকে নয়া টাইম টেবিল অনুযায়ী ট্রেন চলবে। রেলের বক্তব্য, বিভিন্ন সেকশনে থার্ড কিংবা ফোর্থ লাইন চালু হয়েছে। ট্রেন পরিচালনার জন্য একাধিক পরিকাঠামো উন্নয়নের কাজও শেষ হয়েছে। যার জেরে পূর্ব রেলের অধীনে চলা ৭০টি দূরপাল্লা এবং ১২১টি লোকাল ট্রেনের গতি বৃদ্ধি পেতে চলেছে। এর ফলে সর্বোচ্চ এক ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত সময় সাশ্রয় হবে যাত্রীদের। পাশাপাশি সোমবার থেকে নতুন করে চারটি লোকাল ট্রেন চালু হতে চলেছে। সেগুলি হল–শিয়ালদহ-বজবজ, বজবজ-শিয়ালদহ। শিয়ালদহ ও বজবজ থেকে যাত্রার সময় যথাক্রমে–দুপুর আড়াইটে এবং দুপুর তিনটে ৩৩ মিনিট। এছাড়াও শিয়ালদহ-বারুইপুর এবং বারুইপুর-শিয়ালদহ রুটে নয়া একটি ট্রেন চালু হচ্ছে। দুই প্রান্তিক স্টেশন থেকে ট্রেন দু’টি ছাড়বে যথাক্রমে–দুপুর একটা ৪৭ মিনিট এবং দু’টো ৪৪ মিনিটে। এছাড়াও বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচির বদল এবং যাত্রীদের দাবি মেনে কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ