দেশ

‘কোম্পানিগুলি বাধ্য নয়’, নির্মলার ইন্টার্ন তত্ত্ব বেসামাল সচিব-ব্যাখ্যায়

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৫০০টি শীর্ষ সংস্থায় এক কোটি যুবক-যুবতীকে ইন্টার্নশিপের সুযোগ দেবে মোদি সরকার। প্রতি মাসে মিলবে পাঁচ হাজার টাকা। সঙ্গে এককালীন আরও ছ’হাজার। মঙ্গলবারই সংসদে পেশ করা বাজেটে সগর্বে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু কারা পাবে সেই ইন্টার্নশিপ? যুবসমাজের সামনে এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। আরও একটি প্রশ্ন আছে— সরকার ঘোষিত এই ইন্টার্নশিপ প্রকল্প কি যে কোনও সংস্থা গ্রহণ করতে বাধ্য? বাজেট ঘোষণার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই এই প্রশ্নের জবাবে নির্মলার গর্বের বেলুন ফুটো দিয়েছেন কেন্দ্রীয় অর্থসচিব টি ভি সোমনাথন। একের পর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইন্টার্নশিপ প্রকল্প নিয়ে বেসরকারি সংস্থাগুলির উপর সরকার চাপ সৃষ্টি করতে পারে না। এটা তো স্বেচ্ছাকৃত স্কিম। অর্থাৎ কাউকে জোর করা যাবে না। আমাদের আবেদন যে, বেসরকারি সংস্থাগুলি কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি খাতের টাকা এক্ষেত্রে ব্যবহার করুক। যে স্টাইপেন্ড ইন্টার্নদের দেওয়া হবে, তার সিংহভাগই সরকার দেবে। বাকিটা কোম্পানিকে দিতে হবে।’ আর অর্থসচিবের এই ব্যাখ্যাতেই বেসামাল মন্ত্রীর ইন্টার্ন তত্ত্ব।
 কীভাবে বাছাই করা হবে এই ইন্টার্নদের? সেই প্রশ্নেরও ভাসাভাসা জবাব দিয়েছেন সোমনাথন, ‘সমাজের কোন অংশ এবং কোন শিক্ষাগত যোগ্যতার কর্মপ্রার্থীদের চাকরি অথবা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ কম, তা বিচার করে আমরা একটি তালিকা তৈরি করব। সেই তালিকা অনুযায়ী চলবে প্রার্থী বাছাই। সাধারণভাবে দেশের ৫০০টি প্রথম সারির সংস্থা যাদের সরাসরি চাকরিতে নেয় না, মূলত তাদের জন্যই খোলা হবে ইন্টার্নশিপের দরজা। এই তালিকায় প্রথমেই বাদ যাবে আইআইটি, আইআইএম এবং সরকারি ম্যানেজমেন্ট সংস্থা থেকে উত্তীর্ণ কিংবা পাঠরতরা।’
কিন্তু সরকার বাজেটে ঘোষণা করল। তার আগের দিন আর্থিক সমীক্ষায় বলা হল, বছরে ৮০ লক্ষ চাকরি দরকার অর্থনীতি সচল রাখতে। অথচ এখন সরকারই আভাস দিচ্ছে যে, সব কিছু বেসরকারি সংস্থার ইচ্ছা-অনিচ্ছার উপর নির্ভর করছে। কেন? সোমনাথনের সাফ জবাব, ‘সরকারের একার পক্ষে তো কর্মপ্রার্থীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। আর বেসরকারি সংস্থাগুলি তো বারবার বলে, তারা নাকি প্রশিক্ষিত কর্মী পায় না। সেক্ষেত্রে তাদেরও দায়িত্ব থাকে প্রশিক্ষণ দেওয়ার।  আমরা ৯০ শতাংশ স্টাইপেন্ড দেব।  বাকিটা তারা দেবে।’ কেন্দ্রীয় অর্থসচিবের দাবি, দরকার হলে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি খাতে দেশের রাস্তা-সেতুর মতো পরিকাঠামো নির্মাণের কাজে বেসরকারি সংস্থাগুলির অবদান না রাখলেও চলবে। বরং এখন থেকে ওই প্রকল্পে তারা বেশি করে দক্ষতা প্রশিক্ষণের উপর জোর দিক। কিন্তু এর মানে তো বাজেটে বড়সড় কর্মসংস্থানের রাস্তা খুলে দেওয়া হল, মোদি সরকারের এই গালভরা দাবি আসলে ‘জুমলা’! অর্থসচিব কার্যত সেকথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘কর্মসংস্থান করা একা সরকারের পক্ষে সম্ভব নয়। বেসরকারি সংস্থাকে দায়িত্ব নিতেই হবে।’ 
এদিকে খাদ্য মূল্যবৃদ্ধিকে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট নির্ধারণের সঙ্গে যুক্ত করার রীতি বন্ধ হয়ে যেতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থসচিব। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা