দেশ

রামনগর জেলার নাম পরিবর্তনে সিলমোহর কর্ণাটক সরকারের

বেঙ্গালুরু: রামনগর জেলার নাম পরিবর্তনে সিলমোহর দিল কর্ণাটক সরকার। জানা গিয়েছে, জেলার নাম বদলে হচ্ছে বেঙ্গালুরু দক্ষিণ। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। বেঙ্গালুরু থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই জেলা রামনগর, মাগাদি, কনকপুরা, চান্নাপাটনা এবং হারোহাল্লি তালুক নিয়ে গঠিত। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী শিবকুমার এই নামবদলের প্রস্তাব দিয়েছেন। সিদ্ধারামাইয়া জানিয়েছেন, ‘শিবকুমারের নেতৃত্বে জেলার নেতারা এসে জানান, তাঁরা বেঙ্গালুরুর অংশ হতে চান। তখনই জেলার নাম বদলে বেঙ্গালুরু দক্ষিণ করার প্রস্তাব দেওয়া হয়।’ রামনগরের ভূমিপুত্র শিবকুমার গত বছর অক্টোবরে এই নয়া নামকরণের প্রস্তাব দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(এস) নেতা কুমারস্বামী এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, রামনগরে রিয়েল এস্টেটের ব্যবসার সুযোগ কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুমারস্বামী জানিয়েছেন, ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হলে তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবেন। তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করে সিদ্ধারামাইয়া বলেছেন, ‘ওঁরা কোনওদিনই ক্ষমতায় আসবেন না। তাই উনি যা ভাবছেন, তা নিছক বিভ্রম ছাড়া আর কিছুই নয়।’ 
আসলে রামনগর জেলা কেন্দ্রীয়মন্ত্রী কুমারস্বামীর রাজনৈতিক ক্ষেত্র। তিনি রামনগর ও চান্নাপাটনার বিধায়ক ছিলেন। এই জেলার মান্ডিয়া থেকেই তিনি সাংসদ হয়েছেন। সামনেই হবে চান্নাপাটনা বিধানসভার উপ নির্বাচন। তার আগে এই নামবদল ইস্যু থেকে ফয়দা তুলতে চায় দু’পক্ষই। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা