দেশ

অগ্নিবীর নিয়ে বিরোধীদের তোপ মোদির, পাল্টা দিল ইন্ডিয়া জোট

নয়াদিল্লি ও বিশেষ সংবাদাতা, শ্রীনগর: কার্গিল বিজয় দিবসে অগ্নিপথ প্রকল্প নিয়ে বাগযুদ্ধে জড়াল শাসক-বিরোধী শিবির। অগ্নিপথের বিরোধীরা আসলে সেনাকে দুর্বল করতে চাইছে বলে শুক্রবার সকালে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একযোগে এর পাল্টা দিয়েছে ইন্ডিয়া জোট। তাদের পাল্টা অভিযোগ, সেনাবাহিনীকে নিয়ে নোংরা রাজনীতি করছেন নমো। সেইসঙ্গে এই প্রকল্প পুনর্বিবেচনার দাবিও জানিয়েছে তারা।
এদিন সকালে দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেন তিনি। মোদি বলেন, ‘অনেকে প্রচার করছে যে, পেনশনের টাকা বাঁচাতে সরকার এই প্রকল্প এনেছে। এটা সম্পূর্ণ ভুল। এখন নিয়োগ করলে ৩০ বছর পরে পেনশনের প্রসঙ্গ আসছে। তাই এখন এসব প্রশ্ন আসছে কোথা থেকে? সশস্ত্র বাহিনী যে সিদ্ধান্ত নিয়েছিল, তাকে আমরা সম্মান জানিয়েছে। কারণ আমরা রাষ্ট্রনীতির জন্য কাজ করি, রাজনীতি নয়।’ ভারতীয় সেনায় গড় বয়স কমাতে সরকারের অগ্নিপথ প্রকল্প হাতে নিয়েছে বলেও দাবি করেন তিনি।
এর জবাব দিতে দেরি করেনি বিরোধী শিবির। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যথেচ্ছ মিথ্যাচারের পাল্টা অভিযোগ আনা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, ‘কার্গিল দিবসে শহিদ তর্পণের মতো অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতি করছেন। এটা খুব দুঃখজনক ও নিন্দনীয়। এর আগে কোনও প্রধানমন্ত্রী একাজ করেননি।’ সোশ্যাল মিডিয়া এক্স-এ খাড়গে আরও লিখেছেন, ‘প্রধানমন্ত্রী বলছেন যে, সশস্ত্র বাহিনীর তরফে তাঁর সরকার অগ্নিপথ স্কিম চালু করেছে। এটা ডাহা মিথ্যে কথা। এর মাধ্যমে সেনাবাহিনীকেও অপমান করা হচ্ছে। যা মেনে নেওয়া যায় না।’ 
অগ্নিবীর প্রকল্প পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন জেএমএম সাংসদ মহুয়া মাজি। আর তৃণমূলের সাংসদ দোলা সেনের অভিযোগ, ‘সেনায় চাকরি একসময় পূর্ণ সময়ের ছিল। কিন্তু অগ্নিপথ প্রকল্প তা শেষ করে দিল।’ 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা