দেশ

জুলাইয়ে ফেরা হবে না সুনীতা উইলিয়ামসের

নয়াদিল্লি: পৃথিবীতে ফিরে আসার নির্ধারিত সময়ের পর কেটে গিয়েছে একমাস। এখনও মহাকাশেই আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। চলতি মাসে আর পৃথিবীর উদ্দেশে যাত্রা করতে পারবেন না এই দুই মহাকাশচারী। এমনটাই জানিয়েছে নাসা। জানা গিয়েছে, বর্তমানে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানের যান্ত্রিক ত্রুটি ঠিক করতে ব্যস্ত বিশেষজ্ঞরা। সেটা সম্পন্ন না হওয়া পর্যন্ত যাত্রার সম্ভাব্য তারিখ জানা সম্ভব নয়। বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন সুনীতা ও বুচ। নাসার বাণিজ্যিক ক্র্যু প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ জানান, মহাকাশ স্টেশনে সুরক্ষিত রয়েছেন সুনীতা সহ দলের বাকি সদস্যরা। এই মুহূর্তে স্টারলাইনারের রিয়্যাকশন কন্ট্রোল সিস্টেমের (আরসিএস) থ্রাস্টার সহ একাধিক ত্রুটি পরীক্ষা করছেন বিশেষজ্ঞরা। আজ ও কাল ২৮টির মধ্যে ২৭টি থ্রাস্টার পরীক্ষা করে দেখা হবে। প্রসঙ্গত, যাত্রা শুরুর পর হিলিয়াম লিকের কারণে সমস্যায় পড়েছিল এই মহাকাশযান। থ্রাস্টার পরীক্ষা করে এসংক্রান্ত আরও তথ্য হাতে পেতে চাইছেন বিশেষজ্ঞরা। এবিষয় সাংবাদিক সম্মেলনে স্টারলাইনার প্রোগ্রামের ম্যানেজার মার্ক ন্যাপি বলেন, ‘সবাইকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য উপযুক্ত মহাকাশযান আমাদের আছে। আমাদের প্রথম লক্ষ্য ছিল মহাকাশচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দেওয়া। সেটা হয়ে গিয়েছে। এবার নিরাপদে ফিরিয়ে আনার পালা।’ প্রসঙ্গত, ৬ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন সুনীতা ও বুচ। প্রথমে ১৩ জুন ফেরার কথা ছিল। কিন্তু একাধিক সমস্যার কারণে বারবার তারিখ পিছতে থাকে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা